চুলের ফ্যাকাসে ভাব দূর করে চুলকে ঝলমলে করে তুলতে আজ আমি আপনাদের সাথে টক দইয়ের একটি হেয়ার মাস্ক শেয়ার করছি ।
টক দইয়ের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি,১২, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, রিবোফ্লাভিন,। যা আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। টক দইয়ের হেয়ার মাস্ক চুলের শুষ্কতা সম্পূর্ণরূপে দূর করে চুলের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
সেইসাথে মাথার ত্বক খুশকিমুক্ত রাখে, চুল ঝরে পরা সম্পূর্ণরূপে রোধ করে। নিয়মিত টক দইয়ের হেয়ার মাস্ক ব্যবহারে চুল হয়ে উঠে স্বাস্থ্যজ্জ্বল মসৃণ এবং আকর্ষণীয়।
চলুন টক দইয়ের হেয়ার মাস্কটি তৈরি করার পদ্ধতি জেনে নিই ।
টক দইয়ের হেয়ার মাস্ক তৈরিতে
যা যা লাগবেঃ
এক কাপ টকদই
১ টেবিল-চামচ মধু
১ টেবিল-চামচ অ্যাপেল সিডার ভিনেগার ( অ্যাপেল সিডার ভিনেগার না থাকলে গোলাপ জল এড করবেন)
হেয়ার মাস্ক তৈরির প্রক্রিয়াঃ
আপনার চুলের প্রয়োজন অনুযায়ী উপকরণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।
একটি পরিষ্কার পাত্রে সবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে মিক্স করে তৈরি করে নিন টক দইয়ের অত্যন্ত কার্যকরী হেয়ার মাস্ক।
টক দইয়ের হেয়ার মাস্ক চুলে ব্যবহারের নিয়মঃ
পরিষ্কার মাথায় সম্পূর্ণ চুলে, মাথার ত্বকে, চুলের গোড়ায় ভালোভাবে ব্রাশের সাহায্যে হেয়ার মাস্কটি লাগিয়ে নিন।
এরপর শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা বেঁধে ১০ মিনিট অপেক্ষা করুন ।
সবশেষে ভেষজ শ্যাম্পু বা ব্যবহারের দিয়ে মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন।
স্থায়ীভাবে চুলের শুষ্কতা দূর করে স্বাস্থ্যজ্জ্বল, মসৃণ এবং আকর্ষনীয় চুল পেতে সপ্তাহে অন্তত দুবার টক দইয়ের হেয়ার মাস্ক চুলে ব্যবহার করুন।
নোটঃ
১। এই রেমেড়িটি তৈরিতে খাঁটি মধু ব্যবহার করবেন ।
২। অ্যাপেল সিডার ভিনেগার না থাকলে গোলাপ জল ব্যবহার করতে পারবেন ।