চালের গুড়ার ফেইসপ্যাক: ত্বক ফর্সাকারী চালের গুড়ার ফেইসপ্যাক

বন্ধুরা , আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দূর্দান্ত কার্যকর ত্বক ফর্সাকারী চালের গুড়ার ফেইসপ্যাক। এই ফেইসপ্যাকটি খুব সহজে বাড়িতে তৈরী করতে পারবেন । এটি ব্যবহার করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক ফর্সা ,সুন্দর আর উজ্জ্বল্ হয়ে গেছে এবং তার সাথে সাথে ত্বকের সমস্ত দাগ ছোপ একেবারে গায়েব হয়ে গেছে। যদি ত্বকে বয়সের ছাপ অর্থাৎ রিংকেলস আর পাইনলাইনস্‌ থাকে তবে সেটাও দূর হয়ে যাবে । আর ত্বক একদম মসৃণ ঝকঝকে হয়ে যাবে।  

চালের গুড়া

চালের গুড়ার সাহায্যে অসাধারণ ফেইসপ্যাক তৈরি করার নিয়মঃ

  • প্রথমে ১ চামচ চালের গুড়া নিতে হবে ।

চালের গুড়ার মধ্যে  Natural skin lightening property থাকায় এটি আমাদের ত্বক হতে বলিরেখা, বয়সের ছাপ ,ব্রণের দাগ , ত্বক কোঁচকে যাওয়া নিরাময় করবে।

ত্বক ফর্সা করার সেরা ফেসপ্যাক

চালের গুড়ার ত্বককে এতটাই ফর্সা ও clean করে তুলবে যার ফলে আমাদের বয়স কমপক্ষে ৩-৫  বছর কম দেখাবে, এবং আপনার ত্বক হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি ইয়াং।    

এবার এরসাথে এড করব

১/২ চামচ হলুদ গুড়া

হলুদ আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা করে তুলতে সাহায্য করে। । হলুদ আমাদের ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ দূর করার জন্য খুব ভালো কাজ করে থাকে ।

ত্বক ফর্সা করার উপায়

এই প্যাকটিতে আমি হলুদ ব্যবহার করেছি কারণ হলুদ আমাদের ত্বক হতে রোদে পুড়াকালো দাগ ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তু্লে। আর হলুদের natural lightening property ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতাকে ধরে রাখে। 

১ চামচ লেবুর রস

লেবুর মধ্যে ভিটামিন সি ও সাইট্রিক এসিড পাওয়া যায় যা ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বককে ব্রাইট ও লাইটেন করে তুলে । 

তৈলাক্ত ত্বকের জন্য ফেসপ্যাক

ব্রণ মুখের সৌন্দর্য অনেকটা নষ্ট করে দেয় সাধারণত কিশোর বয়সে ব্রণ বেশি দেখা দেয় আর এই লেবু আপনার ত্বকের সমস্ত ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে । আপনার ত্বকের সমস্ত ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে লেবু সাহায্য করবে ।

১ চামচ অ্যালোভেরা জেল

আলোভেরা জেলের মধ্যে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রোপার্টি রয়েছে ।

ত্বকের যত্নে এলোভেরা জেল
ত্বকের যত্নে এলোভেরা জেল

যা ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে ত্বককে তুলতুলে নরম ও মুলায়েম রাখে। 

ত্বক ফর্সা করার উপায়

এবার সব উপাদানগুলোকে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে ।

চালের গুড়ার সাহায্যে অসাধারণ ফেইসপ্যাক তৈরি করার নিয়মঃ

  • একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় APPLY  করুণ।        
  • প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ।
  • ২০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।

দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে খুব দ্রুত ফর্সা করার জন্য এটি দূর্দান্ত কার্যকর একটি ফেইসপ্যাক। এটিকে বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভাল ফলাফল পাবেন।

Leave a Comment