ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে ত্বককে ইন্সট্যান্ট ফর্সা করার টিপস

ঘরোয়া পদ্ধতিতে ত্বক ফর্সা করার উপায়

বন্ধুরা,আজকে আমি আপনাদেরকে শেয়ার করব ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে ত্বককে ইন্সট্যান্ট ফর্সা করার টিপস । 

কালো ত্বক ফর্সা করার উপায়

এটি একটি Instant skin whitening remedy। এই দুর্দান্ত ঘরোয়া পদ্ধতিটি ত্বকের দাগছোপ ও রুক্ষশুষ্কতাকে দূর করে ত্বককে গ্লোয়িং ও ফর্সা বানাবে। আর এই পদ্ধতিটি ব্যবহার করলেই ইনস্ট্যান্ট ফলাফল পেয়ে যাবেন।  

ত্বকের-দাগ-দূর-করতে-বীটরোট

কোন পার্টি বা occasion এ যাবার আগে ত্বককে Instant ফর্সা করার জন্য এই প্যাকটিকে ব্যবহার করতে পারেন।  

ত্বককে ইন্সট্যান্ট ফর্সা করার টিপসটি তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

প্রয়োজনীয় উপাদানঃ 

মুখের কাল দাগ দূর করার রেমেড়ি

২ চামচ ময়দা 

১/২ চামচ হলুদ গুড়া

২ চামচ টকদই

ত্বক ফর্সা করার উপায়

১ চামচ অ্যালোভেরা জেল ও 

ত্বকের দাগ দূর করার উপায়

নরম পেষ্ট তৈরি করার জন্য প্রয়োজনমত গোলাপজল        

তৈরির ধাপঃ    

সবার প্রথমে একটি পরিস্কার বাটিতে সব উপাদান একসাথে নিয়ে উপাদানগুলোকে মিশিয়ে নিন ।     

নরম পেষ্ট তৈরি হয়ে গেলে প্যাকটি ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে যাবে।

কালো ত্বক ফর্সা করার উপায়

এবার একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় apply করে নিন।

প্যাকটি মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ , যেন প্যাকটি ত্বকে শুকিয়ে যায়।

ত্বক ইন্সট্যান্ট ফর্সা করার উপায়

যখন প্যাকটি পুরুপুরি ত্বকে শুকিয়ে যাবে তখন নরমাল জল ত্বক ধুয়ে নিন ।

নোটঃ

১। ফেইসপ্যাক বানানোর সময় বাড়িতে তৈরি করা টকদই ব্যবহার করায় ভাল।    

২। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য এই প্যাকটিকে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন ।

এই প্যাকটি ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলবে এবং ত্বকে নতুন কোষের গ্রোথ বাড়িয়ে দিবে , যার ফলে ত্বক ইয়াং ও গ্লোয়ি হয়ে ওঠবে। 

ত্বক ফর্সা করার উপায়

আর এই প্যাকটির বিশেষত্ব হলো এটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে।