মাত্র ২ দিনে ত্বককে গোলাপের মত নরম কোমল ও গোলাপি করতে এই ফেসপ্যাকটি একবার ব্যবহার করুন

গোলাপ ফুল চিনেন না এমন লোক সারা পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল হবে। এটির অনন্য সৌন্দর্যের কারণে এটি সবার কাছেই পরিচিত । কিন্তু রূপচর্চায় গোলাপ ফুলের পাপড়ির ব্যবহারের কথা অনেকেই হয়তো জানেন না।

অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা, গোলাপ ফুলে রয়েছে অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক ভেষজ উপাদান যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। 

নিয়মিত গোলাপ ফুলের পাপড়ির গুঁড়া ত্বকে ব্যবহার করলে আমাদের ত্বক হয়ে উঠবে সম্পূর্ণ উজ্জ্বল, ফর্সা এবং গোলাপি।

গোলাপের পাপড়ির গুঁড়া দিয়ে তৈরি একটি ফেসপ্যাক আপনাদের সাথে শেয়ার করছি ।

ত্বককে উজ্জ্বল, দাগ হীন করার জন্য এটি ব্যবহার করুন ।

গোলাপের পাপড়ি গুঁড়ার ফেসপ্যাকঃ

উপকরণসমূহঃ

২ চামচ গোলাপের পাপড়ির গুঁড়া

২ চামচ চন্দন পাউডার

১ চামচ মধু

পরিমাণমতো গোলাপজল

গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাক তৈরি প্রক্রিয়াঃ

প্রথমে কটি পরিষ্কার পাত্রে গোলাপের পাপড়ির গুঁড়া, চন্দন পাউডার,মধু ও গোলাপ জল সবগুলো উপকরণ এক সাথে নিন । 

এরপর ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক।

ফেসপ্যাকটি ত্বকে ব্যবহারের প্রক্রিয়াঃ

প্রথমে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।

পরিষ্কার কাপড় বা তুলার সাহায্যে ফেসপ্যাকটি সম্পূর্ণ মুখে লাগিয়ে নিন।

তিন থেকে পাঁচ মিনিট আলতোভাবে ঘষে ঘষে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন।

২০ থেকে ২৫ মিনিট ফেসপ্যাকটি শুকানোর সময় দিন।

এরপর প্রথমে কুসুম গরম জলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে ফেসপ্যাকটি তুলে নিন .

এবং সবশেষে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

নোটঃ

১। ত্বককে ফর্সা উজ্জ্বল ও গোলাপি করতে এই ফেসপ্যাকটিকে সপ্তাহে ২ দিন ব্যবহার করুন ।

প্রশ্ন উত্তরঃ

১। প্রশ্নঃ গোলাপের পাপড়ির গুঁড়া কোথায় পাব ?

উত্তরঃ গোলাপের পাপড়ির গুঁড়া যে কোন কসমেটিকের দোকানে পাবেন ।

২। প্রশ্নঃ এই রেমেড়ি কি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে?

   উত্তরঃ এই রেমেড়িটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।

নিয়মিত এই ফেসপ্যাকটি ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে দ্রুত সময়ে উজ্জ্বল ফর্সা এবং গোলাপি।