গাজর ও বিটরুট এর ফেসপ্যাক। বাংলা বিউটি টিপস 2020

বন্ধুরা ত্বকের কালোভাব ও ত্বকের দাগ নিয়ে যারা দূচিন্তায় আছেন তাদের টেনশন কমাতে আজ আমি আপনাদের সাথে এমন একটি হোয়াইটেনিং রেমেড়ি শেয়ার করব , যার ব্যবহারে আপনার ত্বক হতে অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়ে ত্বক সতেজ থাকবে , ত্বকে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে এবং ত্বক ফর্সা হবে ।  

বাংলা বিউটি টিপস 2020

প্যাকটি তৈর করার জন্য একটি বাটিতে

  • ৩ চামচ গাজরের পেষ্ট  নিতে হবে

গাজর ত্বকের কালচে ভাব দূর করে ত্বকের কম্প্লেকশান অর্থাৎ রংকে ফর্সা করতে অতুলনীয় একটি প্রাকৃতিক উপাদান। গাজর ত্বকে ব্যবহারের ফলে ত্বক অভাবনীয় ভাবে ফর্সা হবে ।

এবার এর সাথে এড করব

  • ১ চামচ বীটরোট পেষ্ট

বীটরোট ব্যবহারে ত্বক হতে বয়সের ছাপ দূর হয়ে ত্বক ফর্সা হবার পাশাপাশি ত্বকের মধ্যে একটি দুধে আলতা আভা চলে আসবে।

বীটরোট পেষ্ট এড করার পর এরসাথে

  • ১ চামচ চালের গুড়া
  • ও ২ চামচ তরল দুধ নিয়ে

সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

আপনার ত্বকে  wrinkles, pimples, age spot থাকলে নিশ্চন্তে এই প্যাকটিকে apply করুণ । এই প্যাকটির মধ্যে থাকা চালের গুড়া এসব চিহ্নগুলো  দূর করে ত্বককে এতটাই ফর্সা ও clean করে তুলবে যার ফলে আমাদের বয়স কমপক্ষে ৩-৫  বছর কম দেখাবে।

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে।

ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে  apply করুণ।     

গাজর ও বিটরুট এর ফেসপ্যাক

এই প্যাকটিতে থাকা কাঁচা তরল দুধ ত্বকের রোদে পুড়া দাগ ও পিগমেন্টেশনকে চেহারা থেকে চিরতরে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করবে ।

প্যাকটি মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুণ।

প্যাকটি ত্বকের উপর পুরুপুরি শুকিয়ে যাওয়ার পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।

এটি ব্যবহার করে ভালো ফলাফলের জন্য সপ্তাহে কমপক্ষে তিন দিন ব্যবহার করবেন। তবে এই প্যাকটি এতটাই কার্যকর যেটি প্রথম ব্যবহার থেকে আপনি খুব ভালো ফলাফল পাওয়া শুরু করে দিবেন।

 

Leave a Comment