গরমে মাত্র ১৫ মিনিটে দাগহীন, উজ্জ্বল, ফর্সা ত্বক পেতে এই উপায়টি ব্যবহার করুন

অন্যান্য সময়ের চাইতে গরমকালে আমাদের ত্বকের একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়। কেননা গরমকালে অতিরিক্ত ধুলাবালি, সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি আমাদের ত্বকে লেগে আমাদের ত্বককে রুক্ষ শুষ্ক এবং মলিন করে তোলে। ত্বকে বিভিন্ন ধরনের দাগ, সানবার্ন এবং পোড়া ভাব চলে আসে।

তাই আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা গরমকালে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে নিজেদের ত্বকের যত্ন নিতে ত্বক কে উজ্জ্বল ফর্সা এবং দাগহীন করার উপায় খুঁজে বেড়াচ্ছেন ।

তেমনই একটি অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপায় আপনাদের সাথে শেয়ার করছি ।

গরমে ত্বকের যত্ন

তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক গরমকালে মাত্র 15 মিনিটে দাগহীন উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে যে প্রাকৃতিক উপায়টি ব্যবহার করবেন তার বিস্তারিত বর্ণনা।

গরমে মাত্র 15 মিনিটে দাগহীন, উজ্জ্বল, ফর্সা ত্বক পেতে উপায় সমূহঃ

প্রথম ধাপঃ

গরম কালে ত্বককে দাগহীন উজ্জ্বল এবং ফর্সা করতে চাইলে প্রথম উপায়টি আপনার ত্বকে ব্যবহার করার জন্য প্রথমে যে যে ধাপ অতিক্রম করতে হবে সেটি হচ্ছে ত্বক পরিষ্কার করা। বিভিন্ন উপায় এর সাহায্যে আপনি আপনার ত্বক পরিষ্কার করতে পারেন। যেমনঃ

আপনার ত্বকের জন্য উপযুক্ত যেকোনো ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।

কাঁচা তরল দুধ দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে পারেন।

একটি লেবু স্লাইস করে কেটে নিয়ে তাতে আধা চা চামচ মধু লাগিয়ে মুখের ত্বকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন।

ত্বকের যত্ন তরল দুধ

দ্বিতীয় ধাপঃ

গরমে ত্বক কে দাগহীন উজ্জল ও ফর্সা করার দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ টি হচ্ছে ত্বকে অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক এপ্লাই করা। প্রথমেই আপনাকে ফেসপ্যাকটি তৈরি করে নিতে হবে।

উপকরন সমুহঃ

  • ২ চামচ মুলতানি মাটি
  • ১ চামচ মধু
  • ১ অ্যালোভেরার জেল
  • পরিমাণমতো গোলাপজল।
ত্বকের যত্ন নেওয়ার উপায়

সমস্ত উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে তাতে পরিমাণমতো গোলাপজল দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত কার্যকরী ফেসপ্যাকটি।

ব্যবহার পদ্ধতিঃ

  • প্রথম ধাপ অতিক্রম করার পর ।
  • নরম পরিস্কার তুলার সাহা্য্যে সম্পূর্ণ মিশ্রণটি আপনার মুখে ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
  • 5 থেকে 7 মিনিট আলতোভাবে আপনার ত্বকে ম্যাসাজ করুন।
  • মিশ্রণটি শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিন।
  • এরপর কুসুম গরম পানিতে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণটি তুলে নিন।
  • সবশেষে ঠাণ্ডা পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।
ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন

বিশেষ দ্রষ্টব্যঃ

  • ফেসপ্যাক এ ব্যবহারিত সমস্ত উপকরণ ভেষজ ফলের দোকান এবং প্রসাধনীর দোকানে পাওয়া যাবে।
  • ফেসপ্যাক এ ব্যবহারিত কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহারে সম্পূর্ণ বিরত থাকুন।
  • ত্বক ম্যাসাজ বা স্ক্রাব করার সময় অতিরিক্ত প্রেসার দিবেন না।
  • ফেসপ্যাক লাগিয়ে অথবা ব্যবহার করার পর রোদে এবং ধুলাবালি যুক্ত স্থান এড়িয়ে চলুন।
  • ফেসপ্যাক ব্যবহার শেষে মুখ ধোয়ার পর অবশ্যই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।
মুখের কালো দাগ দূর করার উপায়

গরমকালে ত্বকের দেখেন উজ্জ্বল এবং ফর্সা রাখতে উপরে উল্লেখিত উপায় দুটি অত্যন্ত কার্যকরী। যে কেউ ঘরে বসে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে নিজেদের ত্বকের যত্নে যেকোনো একটি উপায় ব্যবহার করেই ত্বক কে দাগহীন ফর্সা ও উজ্জ্বল করে তুলতে পারবেন। উপায় দুটি সম্পূর্ণ প্রাকৃতিক হাওয়াই এটির পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা থাকেনা। তাই আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে উপায় সমূহ গরমকালে আপনার ত্বকে ব্যবহার করুন। হয়ে উঠুন দাগহীন, উজ্জ্বল এবং ফর্সা ত্বকের অধিকারী।

Leave a Comment