খুশকি দূর করার ঘরোয়া কার্যকরী উপায়

খুশকির সমস্যা কম বেশি আমাদের সবার আছে । খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে অনেক সময় অনেক কিছু ব্যবহার করার পরেও যারা এই সমস্যার সমাধান করতে পারেননি তাদের জন্য পরামর্শ হলো আপনারা অ্যালোভেরা ব্যবহার করে দেখুন। এলোভেরাতে আছে এন্টি-ফাংগাল প্রপার্টি যা খুশকি কমাতে বিস্ময়কর সুফল দিয়ে থাকে।

খুশকি দূর করার সহজ উপায়
খুশকি দূর করার সহজ উপায়

খুশকি দূর করার জন্য অ্যালোভেরারকে ব্যবহার করতে চাইলে অ্যালোভেরার হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। খুশকি দূর করার ঘরোয়া কার্যকরী উপায় । এই মাস্কটা খুশকি দূর করার সাথে সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং পাশাপাশি চুলের নানা সমস্যার সমাধান দিবে ।

খুশকি দূর করতে অ্যালোভেরার হেয়ার মাস্ক তৈরির পদ্ধতিঃ

প্রয়োজনীয় উপাদানঃ 

  • অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ
খুশকি দূর করার হেয়ার মাস্ক
  • পেঁয়াজের রস – ১ কাপ 
  • ভিটামিন-ই – ১ টি

তৈরি করার ও এপ্লাই করার পদ্ধতিঃ

  • পেঁয়াজের রস বের করার জন্য মাঝারি সাইজের দুটি পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে পেঁয়াজগুলো কে ব্লেন্ড করে নিতে হবে।
খুশকি দূর করার উপায়
  • ব্লেন্ড করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে এর রস বের করে নিতে হবে ।
  • এরপর একটি পরিষ্কার বাটিতে দু’চামচ অ্যালোভেরা জেল , এককাপ পেঁয়াজের রস ও একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে উপাদান তিনটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
  • উপাদানগুলো মিশে গেলে তৈরি হয়ে যাবে অ্যালোভেরার হেয়ার মাস্ক ।
খুশকি দূর করার উপায়
  • এই হেয়ার মাস্কটি তৈরি হয়ে যাবার পর এটি আঙুলের ডগায় মধ্যে লাগিয়ে মাথার তালুর মধ্যে খুব ভালভাবে মাসাজ করে করে লাগাতে হবে।
  • এটি লাগিয়ে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
  • ১৫ মিনিট পর ব্যবহারের হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে ।
খুশকি দূর করার উপায়

বন্ধুরা আপনারা এই হেয়ার মাস্কটি ব্যবহার করলে মাথার খুশকি পুরোপুরি দূর হয়ে যাবে । আপনারা এই হেয়ার মাস্কটিকে মাসে অন্তত দুবার করে এপ্লাই করুন।

Leave a Comment