আপেল ও টকদই এর সাহায্যে খুশকি দূর করার উপায়

খুশকি দূর করার উপায়

যাদের মাথায় খুশকি আছে তারা সবাই কমন একটি সমস্যা ফেইস করে তা হলো খুশকি একবার চলে যাবার পর বার বার ফিরে আসা। আজকে আমি আপনাদের  আপেল ও টকদই এর সাহায্যে খুশকি দূর করার উপায় শেয়ার করব।  এটি খুশকিকে এমনভাবে তাড়িয়ে দিবে যে খুশকি আর ফিরে আসবে না। খুশকি দূর করার এই উপায়টি যদি আপনারা নিয়মিত চুলে লাগাতে থাকেন তাহলে এটি খুশকিকে দূর করার সাথে সাথে চুলকে  শাইনি করে তুলবে। এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এবং যে কোন বয়সের জন্যই এটি উপকারী হবে।   

খুশকি দূর করার উপায়ঃ

প্রয়োজনীয় উপাদানঃ

  • আপেল -১ টি
  • টকদই -২ চামচ
  • অলিভ অয়েল-২ চামচ
খুশকি দূর করার ঘরোয়া উপায়

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

ধাপঃ

  • আপেলকে টুকরো করে কেটে নিতে হবে।  
  • টুকরো করা আপেল একটি ব্লান্ডারের নিয়ে নিতে হবে।
  • এবার এরসাথে ২ চামচ টকদই এড করে নিন।
  • এবার আপেল ও টকদই একসাথে ব্লেন্ড করে নিন।
  • ব্লেন্ড করা মিশ্রণের সাথে ২ চামচ অলিভ অয়েল নিয়ে এদেরকে ভাল করে মিশিয়ে নিতে হবে। 
খুশকি দূর করতে আপেল
  • এটি তৈরি হয়ে গেলে চুলের গোড়ায় এপ্লাই করে নিন।
  • এটি এপ্লাই করার পর ১০ মিনিট রেখে দিন ।
  •  ১০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।
খুশকি দূর করার সহজ উপায়

কাজ করার কারণঃ

আপেলঃ

আমাদের মাথার তালুতে ব্যকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ হলে খুশকি দেখা দেয় । আপেল আমাদের মাথায় ব্যকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ কমিয়ে খুশকি দূর করতে সাহায্য করে ।

টকদইঃ

শীতকালে-হাত-পায়ের-যত্নে-দই

টকদই খুশকি দূর করতে অত্যান্ত কার্যকর একটি উপাদান । যাদের মাথায় খুব অল্প পরিমাণে খুশকি আছে তারা খুশকি দূর করার জন্য শুধু টকদই ব্যবহার করতে পারেন।

অলিভ অয়েলেঃ

অলিভ অয়েলে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাংগাল প্রপার্টিস যেটি মাথার তালুতে ড্যানড্রফ অর্থাৎ খুশকি হতে দেয় না।

নোটঃ

শীতকালে চুলের যত্ন

১। এটি শুধু চুলের গোড়ায় এপ্লাই করলে হবে।

২। আপনারা এই রেমেড়িটিকে সপ্তাহে ২ বার চুলের মধ্যে এপ্লাই করবেন।  তাহলেই এটি খুশকিকে পুরুপুরি দূর দিবে। বন্ধুরা, এই রেমেড়িটি আপনারা ব্যবহার করলে আপনাদের স্কাল্প হতে খুশকি পুরুপুরি দূর হয়ে যাবে। এটি খুশকি দূর করার সাথে সাথে চুলকে মজবুত বানাবে।