খুশকি যেন আমাদের সবার কমন একটি সমস্যা । আর যাদের খুশকির সমস্যা আছে তাদের চুল পড়ার সমস্যাও রয়েছে ।
এটি সবার সমস্যা কমন হলেও এর প্রতিকার নিয়ে সবার খুব ঝামেলা পোহাতে হয় ।
খুশকি দূর করবে ও চুল পড়া বন্ধ করবে এমন রেমেড়ি একসাথে পাওয়া যায় না বলে খুশকি দূর করার জন্য ও চুল পড়া বন্ধ করার জন্য আলাদা আলাদা রেমেড়ি ব্যবহার করতে হয় ।

আর অনেকে সময়ের অভাবে আলাদাভাবে রেমেড়ি ব্যবহার করতে না পারায় চুলের সঠিক যত্ন নিতে পারেনা ।
তাই আজ আপনাদের সাথে খুশকি দূর করে চুল পড়া বন্ধ করার সবথেকে কার্যকার উপায় শেয়ার করছি, যার সাহায্যে চুল পড়া বন্ধ করতে পারবেন ও খুশকি দূর করতে পারবেন ।
চলুন রেমেড়িটি তৈরি করে নিই।
খুশকি দূর করে চুল পড়া বন্ধের রেমেড়িটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

২ চামচ এলোভেরা জেল
২ টি ভিটামিন ই ও
২-৩ চামচ আদার রস
খুশকি দূর করে চুল পড়া বন্ধের রেমেড়িটি তৈরি ও ব্যবহারের ধাপঃ
প্রথমে একটি আদা নিয়ে এটিকে কুচিঁ করে কেটে ব্লেন্ড করে নিন।
এরপর ছাঁকনির সাহায্যে এর রস বের করে নিন ।
এবার একটি বাটিতে সবগুলো উপাদান একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন ।
সব উপাদান মিশে গেলে এটি মাথার তালুর মাধ্যে লাগিয়ে ৫-৭ মিনিট ম্যাসাজ করুন ।
এরপর এটি ১০ মিনিট রেখে দিন ।

১০ মিনিট পর চুল শ্যাম্পু করে নিন ।
এই রেমেড়িটি কাজ করার কারণঃ
এলোভেরা জেলঃ
অ্যালোভেরায় প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম থাকে,যা আমাদের স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে। যার ফলে চুলের গুড়ায় পুষ্টি হয়, খুশকি দূর হয় এবং চুল পড়া বন্ধ হয়ে চুল খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করে।
ভিটামিন ইঃ
ভিটামিন ই ক্যাপসুল চুলের নানা সমস্যার সমাধান দেয়। এটি ব্যবহারে চুল পড়া বন্ধ হয়, খুশকি দূর হয়। এছাড়াও এটি নতুন চুল গজাতে অত্যন্ত উপকারী ।
আদার রসঃ
আদা মাথার তালুর ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করবে এবং ডেমেজ হেয়ারকে রিপেয়ার করবে। এটি চুল পড়াকে কমিয়ে চুলকে ঘন করে তুলবে।
নোটঃ

১। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারবেন ।
২। উপাদানের অনুপাত ঠিক রেখে বাড়িয়ে নিতে পারবেন ।
এই রেমেড়িটি নিয়ম মেনে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন ।