৭ দিনে খুশকি দূর করতে মেথির হেয়ারপ্যাক সমূহ এভাবে ব্যাবহার করুন।

আমাদের বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে চুল। চুলের জন্য রূপচর্চায় আমরা বহু টাকা বহু আগেই খরচ করে আসছি। কিন্তু তার পরেও আমাদের চুলের অন্যতম প্রধান একটি সমস্যা রয়ে যায়, আর সেটি হচ্ছে খুশকি। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে এই খুশকির জন্য আমাদের অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত শ্যাম্পু এবং নানান ধরণের ব্যবহার করে আসছেন। 

কিন্তু তাকে সাময়িকভাবে সুফল পাওয়া গেল সম্পূর্ণরূপে খুশকি দূর হচ্ছে না। তাই সুপ্রিয় বন্ধুরা আমাদের আজকের এই আলোচনাটি সাজিয়েছি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান মেথি ব্যবহার করে কিভাবে অতি দ্রুত সময়ে খুশকি সম্পূর্ণরূপে বন্ধ করবেন তার বিস্তারিত আলোচনা নিয়ে। তাহলে চলুন দেখে নেয়া যাক দ্রুত সময়ে খুশকি বন্ধ করতে মেথির অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক কিভাবে ব্যবহার করবেন।

খুশকি কিঃ

খুশকি সাধারণত এক ধরনের চর্মরোগ যা আমাদের মাথার খুলির ত্বকে হয়ে থাকে। বিভিন্ন ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কারণেও এ রোগ হতে পারে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জানেন না খুশকি একটি চর্মরোগ।

খুশকি কেন হয়ঃ

মাথার স্কাল্পে ছত্রাক জীবাণু সংক্রমণ হলে।

মাথার স্কাল্পে তেলগ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত উপাদান বের হলে।

বিভিন্ন সময়ে বংশগত এবং জিনগত কারণে খুশকি কি হয়ে থাকে।

খুশকি দূর করতে মেথির হেয়ার প্যাক সমূহ এবং তার ব্যাবহার পদ্ধতি

খুশকি দূর করতে মেথি এবং লেবুর রসঃ

৩ চা চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন

সকালবেলা উঠে ভেজানো মেথি গুলো নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন

এরপর তাতে এক টেবিল চামচ লেবুর রস। ভালোভাবে মিশিয়ে নিয়ে। তৈরি করে নিন খুশকি দূর করতে মেথির অতন্ত কার্যকরী হেয়ার প্যাক টি।

আপনার চুলের প্রয়োজন অনুযায়ী উপাদানসমূহ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।

এবার চুলের গোড়ায় এবং মাথার স্কাল্পে মেথির হেয়ার প্যাক টি ভালোভাবে  ঘষে ঘষে লাগিয়ে নিন। এবং হেয়ার ব্রাসের সাহায্যে চুল আঁচড়ে নিন।

20 থেকে 25 মিনিট পর  প্রথমে চুল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

তারপর ভার্জিন শ্যাম্পু দিয়ে মাথার ত্বক এবং চুল ভালভাবে পরিষ্কার করে নিন।

উপকারিতাঃ

দ্রুত সময়ে মেথির হেয়ারপ্যাক টি খুশকি দূর করবে।

মাথার স্কাল্পে অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নিয়ে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখবে।

মাথার ত্বকের মৃত চামড়া সমূহ দূর করে খুশকির সম্পূর্ণরূপে দূর করবে।

মাথার ত্বকে জীবাণুর সংক্রমণ দূর করবে।

খুশকি দূর করতে মেথি এবং দইঃ

আধা কাপ টকদই এ পরিমাণমতো মেথি সারারাত ভিজিয়ে রাখুন।

সকালে উপাদানগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে মেথির হেয়ার প্যাক এর পেস্ট তৈরী করে নিন।

হেয়ার ব্রাশের সাহায্যে চলে এবং মাথার স্কাল্পে ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে নিন।

কিছু সময় মাথার স্কাল্পে আলতোভাবে মাসাজ করুন।

 25 থেকে 30 মিনিট সময় দিয়ে প্রথমে পানি দিয়ে চুল  ধুয়ে নিয়ে তারপর ভেষজ শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে নিন।

  উপকারিতাঃ

  মেথির এই হেয়ার প্যাক টি মাথার ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করে  স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখবে।

  শুষ্কতা দূর হবে তাই খুশকি সম্পূর্ণরূপে দূর হবে।

  আপনার চুলকে নরম মসৃণ এবং উজ্জ্বল  করে তুলবে।

  দ্রুত সময়ে খুশকি দূর করার জন্য এই হেয়ার প্যাক টি সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করবেন।

খুশকি দূর করতে মেথি এবং আমলকিঃ

দুটি বিল চামচ ভেজানো মেথির গুঁড়া, 2 চা চামচ আমলকি পাউডার, এবং 2 চা চামচ লেবুর রস একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে গুলিয়ে তৈরি করে নিন হেয়ার প্যাক।

পরিষ্কার চুলে এবং মাথার ত্বক এর উপর হেয়ার ব্রাশ এর সাহায্যে মিশ্রণটি ভালভাবে লাগিয়ে নিন।

15 থেকে 20 মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে নিয়ে ভেষজ শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে নিন।\

  উপকারিতাঃ

মেথির এই হেয়ার প্যাক টি ব্যবহার অতি দ্রুত সময়ে খুশকি বন্ধ হবে। 

 চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হবে। 

নতুন চুল গজাতে মেথির হেয়ার প্যাক টি অত্যন্ত কার্যকরী।

 চুলকে ঘন, কালো এবং উজ্জ্বল করে তুলবে।

খুশকি দূর করতে মেথি এবং অ্যালোভেরার জেলঃএবং অ্যালোভেরার জেলঃ

একটি পরিষ্কার পাত্রে তিন চা চামচ ভেজানো মেথির গুঁড়া, ২ চা-চামচ অ্যালোভেরার জেল ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন  খুশকি দূর করতে মেথির হেয়ার প্যাক টি।

 চুলে ব্যবহারের জন্য উপরে উল্লেখিত ব্যবহার পদ্ধতি সমূহ অনুসরণ করুন। 

  উপকারিতাঃ

  দ্রুত সময়ে খুশকি সম্পূর্ণরূপে দূর করে।

  খুশকির জন্য দায়ী ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে।

  বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ থেকে মাথার স্কাল্প সুরক্ষিত রাখে।

  যার ফলে দ্রুত সময়ে খুশকি দূর হয়।

  দ্রুত সময়ে খুশকি দূর করতে সপ্তাহে অন্তত দুবার মেথির এই প্যাকটি ব্যবহার করুন।

বিশেষ দ্রষ্টব্যঃ

  খুশকি দূর করতে মেথি এবং মেথির হেয়ার প্যাক এ বিদ্যমান কোন উপাদান আপনার মাথার  ত্বকের জন্য এলার্জিক হলে সেটি  ব্যবহারে সম্পূর্ণ বিরত থাকুন।

  হেয়ার প্যাক ব্যবহারের পর শ্যাম্পু করে নিয়ে তাড়াতাড়ি চুল শুকিয়ে নিন বেশি সময় ধরে চুল ভিজিয়ে রাখবেন না।

  খুশকি হলে ব্যবহারের চিরুনি, ব্রাশ এবং বালিশের কাভার নিয়মিত পরিষ্কার করুন।

  প্রয়োজন অনুযায়ী তেল ব্যবহার করুন।

  আপনার মাথার ত্বক এবং চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু নির্বাচন করবেন।

মেথি এমন একটি অনন্য প্রাকৃতিক উপাদান  খুশকি দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান হওয়ায় এবং ঘরে বসে নিজের তৈরি করে ব্যবহার করতে পারেন এটি ব্যবহারে কোন পার্শপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকেনা। তাই আমাদের নির্দেশিত প্ন্থা সমূহ অনুসরণ করে খুশকি দূর করার জন্য মেথির হেয়ারপ্যাক সমূহ ব্যবহার করুন।  দ্রুত সময়ে হয়ে উঠুন খুশকিমুক্ত ঘন, কালো, মসৃণ এবং আকর্ষণীয় চুলের অধিকারী ।