এলার্জির কারণে, অপরিষ্কার এর কারণে , অতিরিক্ত ঘামের কারণে ও আরো বিভিন্ন কারণে আমাদের চুলে খুশকির মতো সমস্যা দেখা যায়। আর এই ধরনের সমস্যা কিন্তু আমাদের চুলকে দীর্ঘস্থায়ীভাবে ড্যামেজ করতে খুব বেশি প্রভাব ফেলে।
এর ফলে চুল গোড়া থেকে নরম হয়ে যায়। চুল ঝরে যাওয়া প্রতিরোধ করতে পারে না।
খুশকির এই যন্ত্রণা চিরতরে দূর করতে ১টি হেয়ার প্যাক আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি
এই হেয়ার প্যাকটি
মাত্র ১ সপ্তাহে মাথার খুশকি চিরতরে দূর করতে এলোভেরা জেলের সাথে টক দই এর হেয়ার প্যাকঃ
মাত্র ১ সপ্তাহে মাথার খুশকি চিরতরে দূর করতে যেভাবে হেয়ার প্যাক টি বানাতে হবে…
২ টেবিল চামচ এলোভেরা জেল
২ টেবিল চামচ টকদই
২ চা চামচ লেবুর রস
উপরের উপকরণ গুলো ভালো মত মিক্স করে মাথায় ভালোমতো স্ক্রাব করে ফেলতে হবে।
যাতে করে খুশকি চামড়া থেকে আলাদা হয়ে যায়। এরপরে এই হেয়ার প্যাক টি ভালোমতো করে চুলের গোড়ায় লাগিয়ে ২ ঘন্টার মত অপেক্ষার পরে মাথা ধুয়ে ফেললে খুশকি চিরতরে চলে যাবে।
অল্প সময়ে খুশকি দূর করতে কালিজিরার হেয়ার প্যাকঃ
এই হেয়ার প্যাক টি কিন্তু চুল থেকে খুশকি দূর করতে আরও বেশি কার্যকরী। টিপস টি ব্যবহার করতে যা লাগবে……
২ চা চামচ কালিজিরার তেল
২ চা চামচ মেহেদি পাতার রস
১ টেবিল চামচ আমলকির রস
প্রথমত কালিজিরার তেল মাথায় দিয়ে ৫-৬ ঘন্টা অপেক্ষার পরে আমলকি এবং মেহেদি পাতার রস একসাথে যোগ করে মাথায় দিতে হবে। অন্তত পক্ষে ২-৩ ঘন্টা পরে মাথা ধুয়ে ফেলতে হবে। এই হেয়ার প্যাক টি সপ্তাহে ৩ বার করলে খুশকির সমস্যা একেবারে চিরতরে বিদায় নিবে।
১ বার টমেটো ও কলার হেয়ার প্যাক ব্যবহারে খুশকি দূর করার উপায়ঃ
এই টিপসটি জন্য আপনাদের হাতের কাছে রাখতে হবে………
১ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট
২ চা চামচ পাকা কলার পেস্ট
২ চা চামচ পাকা পেঁপের পেস্ট
প্রথমে একটি পেঁয়াজ কে কেটে অর্ধেক করে তা দিয়ে ভালোমতো মাথার চুলের গোঁড়ায় স্ক্রাব করে মাথা থেকে খুশকি আলাদা করে ফেলতে হবে।
এরপরে পাকা টমেটো,পাকা কলা ও পাকা পেঁপের একটি প্যাক তৈরি করে ফেলতে হবে। এই হেয়ার প্যাকটি মাথায় লাগিয়ে অন্ততপক্ষে ৩ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না কত তাড়াতাড়ি আপনার মাথা থেকে খুশকি দূর হয়ে যাবে। সাথে সাথে আপনার চুল কতটা সুন্দর এবং সিল্কি হয়ে যাবে।