ঘরোয়াভাবে কোকড়ানো চুল সোজা ( straight ) করার উপায়

কোকড়ানো চুল অনেকের পছন্দ হলেও কোকড়ানো চুলের চেয়ে সোজা মসৃণ চুলকে দেখতে যেমন বেশি সুন্দর লাগে ঠিক তেমনি সোজা চুল নারীর সৌন্দর্য ও ফ্যাশনকে দ্বিগুণ বাড়িয়ে দেয় । আর কোকড়ানো চুল সোজা করার জন্য অনেকে পার্লারে যায়। পার্লারে অনেক বেশি খরচ করার পর চুল সোজা হয়।

কোকড়ানো চুল সুজা করার উপায়

আচ্ছা এই কোকড়ানো চুল যদি বাড়িতে বসে কম খরচের মাধ্যমে করা যায় তাহলে বলুনতো বিষয়টা কেমন হবে?

হ্যাঁ , বাড়িতে বসে কোকড়ানো চুল সোজা করলে একদিকে যেমন খরচ কমে যাবে ঠিক তেমনি অন্যদিকে চুল ক্যামিকেলের অত্যাচারের হাত থেকে রক্ষা পাবে ।

যদি আপনারা এই রেমিডি এপ্লাই করেন তাহলে বাড়িতে বসে খুব কম খরচে কলার সাহায্যে চুলকে সোজা করতে পারবেন।

কোকড়ানো চুল স্ট্রেট করার উপায়

হ্যাঁ বন্ধুরা,  নিশ্চয় শুনতে অবাক লাগছে আমি কিন্তু ঠিকই বলছি বাড়িতে বসে কোকড়ানো চুল সোজা করতে পারবেন। চুল সোজা করার জন্য আমি আপনাদেরকে কলার সাহায্যে তৈরি একটি হেয়ার মাক্স তৈরি করে দেখাচ্ছি। আপনারা এটিকে বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করুণ।

চুল সোজা করার হেয়ার মাক্স তৈরীর প্রয়োজনীয় উপাদানঃ

কলা দিয়ে চুল সিল্কি করার উপায়
  • পাকা কলা – দুইটি
  • লেবু – দুইটি
  • টকদই – 2 টেবিল চামচ
  • মুলতানি মাটি  – 4 টেবিল চামচ

চুল সোজা করার হেয়ার মাক্স তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

  • পাকা কলার খোসা ছাড়িয়ে কলাকে ব্লেন্ড করে নিতে হবে।
  • ব্লেন্ড করার পর টক দই ও মুলতানি মাটি মিশিয়ে নিতে হবে ।  
  • মুলতানি মাটি ও টকদই মেশানোর পর লেবুর রস দিয়ে নরম পেস্ট তৈরি করে নিন ।
  • সবগুলো উপাদান মিশিয়ে পেস্ট তৈরি হয়ে গেলে মাক্সটিকে ব্রাশের সাহায্যে চুলের মধ্যে লাগিয়ে নিন ।
  • মাক্সটিকে চুলের মধ্যে লাগিয়ে ৪০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন ।  
  • ৪০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করার পর চুল নরমাল পানি দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে ধুয়ে নিন ।

নোটঃ

১। মাক্সটি তৈরি করার সময় ভুলেও পানি ব্যবহার করবেন না নরম পেস্ট তৈরি জন্য প্রয়োজনীয় মুলতানি মাটি যেটা দরকার সেটি বাড়িয়ে নিতে পারবেন

২। এটি চুলে সবসময় ব্যবহার করার প্রয়োজন নেই । যখন শুধুমাত্র কোঁকড়ানো চুলকে সোজা করার প্রয়োজন হবে ঠিক তখনই ব্যবহার করবেন।

লেবুর রস এড করার সময় খেয়াল রাখবেন ৪ চামচের বেশি লেবুর রস এড করা যাবে না ।   বন্ধুরা, আপনারা চাইলে এই রেমিডিটির সাহায্যে কোকড়ানো চুল সোজা করতে পারবেন । আপনারা বাড়িতে এটিকেট কোকড়ানো চুল সোজা করার জন্য আপনারা বাড়িতে ট্রাই

Leave a Comment