মুখের কাল দাগ দূর করার সহজ উপায় জেনে নিন

দাগ আর কালচে ভাবহীন ত্বক কে না চায় বলুন ? ! 

আমাদের ত্বকে কালচে দাগ হবার বিভিন্ন কারণ রয়েছে ।  

সাধারণত ‘হাইপার পিগমেন্টেইশন’ বা হরমোনের ভারসাম্যহীনতা ,বাড়ির কাজের চাপ  , সারাদিনের ধুলা-বালি মুখে জমে থাকা ইত্যাদি নানান কারণে অনেকের মুখে কালচে ভাব দেখা দেয় ।  

মুখের কালো দাগ দূর করার উপায়

মুখের কালো দাগ আমাদের সবাইকে খুব হতাশায় ফেলে। কি করা যায় এই দাগ নিয়ে?

এই কালো দাগ দূর করার উপায় হলো নিয়মিত রূপচর্চা করা ।  

তবে তার জন্য সময়ও তো দরকার । কিন্তু অনেকক্ষণ সময় দিয়ে রূপচর্চা করার মত পর্যাপ্ত সময় অনেকের কাছে থাকে না। 

তাই ত্বকের কালো দাগ দূর করতে আজ আপনাদের শেয়ার করছি এমন একটি রেমেড়ি যেটি সময় বাঁচানোর সাথে সাথে ত্বককে হতে খুব তাড়াতাড়ি কালো দাগ দূর করে ত্বক ফর্সা করে তুলবে ।  

চলুন , অল্প সময়ে

ত্বকের দাগ দূর করার উপায়টি কিভাবে তৈরি করতে হবে তা জেনে নিই। 

প্রয়োজনীয় উপাদানঃ

 ১/২ কাপ দুধ

চন্দনের উপকারিতা ও গুণাগুণ

৩ চামচ চন্দন গুড়া  

১ চামচ মধু  

ত্বক ফর্সা করার উপায়

১ টি ভিটামিন ই 

তৈরি করার পদ্বতিঃ 

একটি পরিষ্কার বাটি নিয়ে এরমধ্যে দুধ , চন্দন গুড়া , মধু ও ১ টি ভিটামিন ই দিয়ে ভালো করে মিশিয়ে নিন ।

ব্যবহার করার পদ্বতিঃ 

মিশিয়ে আসার পর ১ টি ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করে নিন । 

এপ্লাই করার পর ১ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুণ ১ ঘন্টা পর শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন । 

নোটঃ 

১। এই রেমেড়িটি সপ্তাহে ২ দিন করে ব্যবহার করুণ , রাতে ব্যবহার করতে পারলে বেশি ভালো উপকারিতা পাবেন ।

২। গরম পানি দিয়ে মুখ ধুবেন না ।

Leave a Comment