কালো হাত-পা ও কালো শরীর ফর্সা করার উপায়

কালো হাত-পা ও কালো শরীর ফর্সা করার উপায়

এই রেমেড়িটি আপনারা হাত-পা বা শরীরের যে জায়গাতে কালো দাগ রয়েছে সেখানে ব্যবহার করুন ।

এটি হাত-পা ও শরীরের কালো দাগ এবং কালো রংকে দূর করবে । আর এটা কিছু দিন ব্যবহার করলে হাত-পায়ের রং ধবধবে ফর্সা হবে। 

চলুন দেখে নিই কিভাবে এই রেমেড়িটি তৈরি ও ব্যবহার করতে হবে । 

রেমেড়িটি তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

এই রেমেড়িটি 3টি Step-এ ব্যবহার করতে হবে ।  

setp -1ঃম্যাসাজ

যা যা লাগবেঃ

2 প্যাকেট গ্রীণ টি ও

২ চামচ অলিভ অয়েল

ব্যবহারঃ 

একটি বাটিতে গ্রীণ টি ও অলিভ অয়েল নিয়ে মিশিয়ে নিন । 

এরপর মিক্সারটি নিয়ে হাত ও পায়ে ১০ মিনিট ম্যাসাজ করুন । 

১০ মিনিট ম্যাসাজ করার পর হাত -পা ধুয়ে নিন।   

setp -2ঃ প্যাক এপ্লাই

যা যা লাগবেঃ

২ চামচ কলার পেষ্ট

২ চামচ মুলতানি মাটি ও 

১ টি ভিটামিন ই

ব্যবহারঃ 

একটি পরিস্কার বাটিতে কলার পেষ্ট , মুলতানি মাটি ও ভিটামিন ই নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন । 

স্মোথ পেষ্ট তৈরি হয়ে এলে এটি হাত ও পায়ের উপর এপ্লাই করে নিন । 

এটি এপ্লাই করে ২০ মিনিট রেখে দিন। 

২০ মিনিট পর হাত-পা খুব ভাল করে ধুয়ে নিন । 

setp -3

ময়েশ্বারাইজার ব্যবহারঃ

প্যাক এপ্লাই করার পর হাত-পায়ে ময়েশ্বারাইজার ব্যবহার করুন  । 

নোটঃ

১। কালো দাগ দূর করে ত্বক ফর্সা করার জন্য এটি শরীরের যেকোন জায়গায় ব্যবহার করতে পারবেন । 

২। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারবেন ।