আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেইসপ্যাক শেয়ার করব যেটি মাত্র ২ থকে ৩ বার ব্যবহারে আপনি আপনার ত্বক হতে রোদেপোড়া দাগ সহ সকল ধরণের কালোদাগগুলোকে দূর করে ফেলতে পারবেন।
এটি ত্বকের সকল কালো দাগ দূর করার সেরা ফেসপ্যাক ।
চলুন ফেসপ্যাকটি কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে তা জেনে নেওয়া যাক ।
তরল দুধ এবং চন্দনের গুঁড়ার ফেসপ্যাকঃ
উপকরণ সমূহঃ
৫ টেবিল চামচ তরল দুধ
২ চামচ চন্দনগুঁড়া
২ চামচ শশার রস
একটি অর্ধেক পাকা টমেটোর পেস্ট
তরল দুধের মিশ্রণটি তৈরীর প্রক্রিয়াঃ
প্রথমে চন্দনের গুঁড়া সাথে একটি পরিষ্কার পাত্রে তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এরপর অন্যান্য উপকরণ গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করলেই অত্যন্ত কার্যকরী একটি মিশ্রণ তৈরী হবে।
তুলতুলে নরম দীপ্তময় ত্বক প্রাপ্তির জন্য মিশ্রণটি ত্বকে ব্যবহার প্রক্রিয়াঃ
প্রথমে তরল দুধ অথবা গোলাপ জল দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।
মুখের ব্রাশ অথবা পরিষ্কার তুলার সাহায্যে সম্পূর্ণ মুখে স্ক্রাব করে তরল দুধের মিশ্রণটি ভালভাবে লাগিয়ে নিন।
৫ থেকে ৭ মিনিট আলতোভাবে ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘষে ঘষে সম্পূর্ণ মুখে ম্যাসাজ করুন।
২৫ থেকে ৩০ মিনিট শুকানোর জন্য সময় দিন।
মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জলের তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণটি তুলে নিন।
সবশেষে প্রচুর পরিমাণ পানির ঝাপটায় মুখ ভালো ভাবে ধুয়ে নিন।
ত্বকের দাগ দূর করা ছাড়াও তুলতুলে নরম, মসৃণ, দীপ্তিময় ত্বকের যত্নে মিশ্রণটির উপকারিতাঃ
ত্বকের কোষে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে।
ত্বককে বাচ্চাদের ত্বকের মত কোমল ও দীপ্তিময় করে তোলে।
ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস এবং বিভিন্ন ধরনের দাগ দূর করে।
দ্রুত সময়ে ত্বককে অতিমাত্রায় উজ্জল ও ফর্সা এবং আকর্ষণীয় হতে সাহায্য করে।
নিজেদের ত্বককে দাগহীন ফর্সা করার জন্য এই প্যাকটি নিয়মিত ব্যবহার করুন ।