মাত্র ৩ দিনে মুখের কালো দাগ দূর করার সেরা ফেসপ্যাক

বন্ধুরা ,আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেইসপ্যাক শেয়ার করব যেটি ব্যবহারে আপনি আপনার ত্বক হতে সকল ধরণের কালোদাগগুলোকে দূর করে ত্বককে ফর্সা করে ফেলতে পারবেন। এই ফেইসপ্যাকটি ত্বক হতে কালোভাব দূর করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দিবে এবং ত্বককে করে তুলবে নরম ,কোমল, মসৃণ ও  দীপ্তময়। এটি মুখের কালো দাগ দূর করার উপায় সেরা ও কার্যকরী একটি ফেসপ্যাক।

কালো দাগ দূর করার এই ফেসপ্যাক টি তৈরি করার নিয়ম

সবার প্রথমে একটি পরিষ্কার বাটি নিন

এবার এর মধ্যে ২ চামচ আলুর পেষ্ট নিন

তারপর ১ চামচ মসুর ডালের পেষ্ট

তারপর ১ চামচ টক দই

সবার শেষে ১ চামচ আলোভেরা জেল

সবগুলো উপাদানকে ভাল করে মিক্স করে নিন

প্যাক টি ব্যবহার করার নিয়মাবলী

ফেসপ্যাকটি তৈরি হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে চেহারায় ভাল করে লাগিয়ে নিন ।

ফেসপ্যাক টি মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুণ। 

ফেসপ্যাক টি শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।

ত্বক পরিস্কার জল দিয়ে নেওয়ার পর টিস্যু বা নরম কাপড় দিয়ে মুখ ভালো করে মুছে নিন ।

ফেসপ্যাক টি কাজ করার কারণ

আলু- ত্বকের দাগ ছোপকে দূর করার জন্য আলু সবচেয়ে বেশি উপকারি ।কেননা আলুর মধ্যে থাকে প্রাকৃতিক ব্লিচিং প্রোপার্টিচ যা আমাদের ত্বক হতে দাগ ছোপকে ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে। এর জন্য দাগ ছোপকে দ্রুত দূর করার জন্য যদি আলুর সাথে আরো কয়েকটি জিনিস মিশিয়ে ব্যবহার করা যায় তবে এর রেজাল্ট খুব ইফেক্টিভ হবে।

টকদই – এই প্যাকটিতে আমি টকদই ব্যবহার করেছি। টকদইয়ে ল্যাকটিক এসিড আছে , এটি ত্বক হতে কালোদাগ, বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে। আর দইয়ে রাইবো ফ্লেবিন নামক একটি element আছে যেটি ত্বকে নতুন কোষের গ্রোথ বাড়িয়ে দেয় যার ফলে ত্বক ইয়াং ও গ্লোয়ি হয়ে ওঠে ।

আলোভেরা জেল– আলোভেরা জেলের  মধ্যে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রোপার্টি যা ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে ত্বককে তুলতুলে নরম, কোমল, ও মুলায়েম রাখবে

নোট

১ঃ প্যাকটি সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারবেন।

২ঃ এই ফেসপ্যাকটি মুখের সাথে সাথে আপনার সারা শরিলে এপ্লাই করতে পারবেন