ত্বকের কালো দাগ ও ব্রণের দাগ দূর করতে এলোভেরার কিছু টিপস

ত্বকের কালো দাগ ও ব্রণের দাগ দূর করতে এলোভেরার কিছু টিপস

এলোভেরা প্রকৃতির এমন একটি দান যেটি রুপচর্চার পরতে পরতে নিজের জায়গা দখল করে আছে । এলোভেরা দিয়ে ত্বকের যত্ন নিলে ত্বক হতে কালো দাগ দূর হয়ে ত্বক দাগহীন ,ক্লিন , ফ্রেশ ও ফর্সা হয়ে ওঠবে । 

ত্বকের মধ্যে যদি কালো দাগ ও ব্রণের দাগ থাকে তাহলে তা খুব সহজে দূর করতে এলোভেরা অত্যান্ত কার্যকর । 

আর এলোভেরার সাথে যদি অন্য কোন প্রাকৃতিক উপাদান মিশিয়ে ব্যবহার করলে এর কার্যকারিতা বহুগুণে বেড়ে যায় । 

আজ আমি আপনাদের ত্বকের কালো দাগ ও ব্রণের দাগ দূর করতে এলোভেরা ব্যবহারের টিপস শেয়ার করছি ।

এলোভেরার টিপস

ত্বকের কালো দাগ ও ব্রণের দাগ দূর করতে এলোভেরার এই টিপসগুলো ফলো করুন ।  

চলুন , এলোভেরার টিপসগুলো কিভাবে এপ্লাই করতে হবে তা জেনে নিই।  

ত্বকের কালো দাগ ও ব্রণের দাগ দূর করতে এলোভেরার টিপসঃ

টিপস-১ 

উপাদানঃ

১ চামচ এলোভেরা জেল ও

ত্বকের কালো দাগ এলোভেরা

১/২ চামচ মধু

ব্যবহারঃ

এলোভেরা এবং মধু একসাথে মিশিয়ে নিন । 

এবার এই মিশ্রণটি নিয়ে মুখের মধ্যে ৫ মিনিট ম্যাসাজ করুন ।

ত্বকের দাগ দূর করতে এলোভেরার টিপস

৫ মিনিট ম্যাসাজ করার পর ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিবেন ।

টিপস-২  

উপাদানঃ

১ চামচ এলোভেরা জেল ও

কালো দাগ দূর করতে এলোভেরার টিপস

১ চামচ হলুদ গুড়া

ব্যবহারঃ

এলোভেরা এবং হলুদ গুঁড়া একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিক্স করে নিন । 

এটি মিক্স করার পর একটি ব্রাশ বা আঙুলের সাহায্যে এটি মুখের মধ্যে এপ্লাই করে নিন ।

এপ্লাই করে মুখের মধ্যে ১০ মিনিট রেখে দিন ।

১০ মিনিট পর এটিকে ত্বকের মধ্যে ৩ মিনিট ম্যাসাজ করুন ।

এরপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিবেন । 

নোটঃ

কালো দাগ ও ব্রণের দাগ দূর করতে এলোভেরার টিপস

টিপস-১ ব্যবহার করার পরপরই টিপস ২ ব্যবহার করতে পারবেন অর্থাৎ দুটি টিপস একসাথে এপ্লাই করতে পারবেন আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে যেকোনো একটি টিপস এপ্লাই করলেও আপনারা ভাল ফলাফল পাবেন ।