রাতারাতি কালো ত্বক ফর্সা করার সবথেকে কার্যকর ৩ টি ফেসপ্যাক

নিয়মিত রুপচর্চায় ত্বকের কালো দাগ দূর হয়ে ত্বক ফর্সা হয় । তাই আমাদের উচিত নিয়মিত ত্বকের যত্ন নেওয়া ।

আজকে আমি আপনাদের দুটি ফেসপ্যাক শেয়ার করছি । এই ফেসপ্যাক দুটি ত্বকের কালো দাগ দূর করে দিয়ে ত্বককে ফর্সা করে তুলবে।

এই ফেসপ্যাক গুলো কালো ত্বক ফর্সা করার সবথেকে কার্যকর উপায় ।

ত্বক ফর্সা করার ফেসপ্যাক-১

ফেসপ্যাক তৈরিতে যা যা লাগবেঃ

বেসন – ২ চামচ

কাঁচা হলুদের ফেসপ্যাক

হলুদ গুড়া -১/২ ( আধা ) চামচ

ভিটামিন ই -১টি

গোলাপজল – ৪ চামচ

ফেসপ্যাক যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

১. প্রথমে একটি পরিস্কার কাঁচের বাটি নিন ।  

২.সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন ।

কাঁচা হলুদের টিপস

৩. স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে ব্রাশের সাহায্যে সারা মুখ লাগিয়ে নিন ।

৪.এটি মুখের মধ্যে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন ।

৫.এটি পুরুপুরি শুকিয়ে গেলে মুখ পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন ।

নোটঃ

১। ফেসপ্যাকটি সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারবেন ।

২। এই ফেসপ্যাক ফ্রিজে রেখে ব্যবহার করবেন না । 

ত্বক ফর্সা করার ফেসপ্যাক-২

ফেসপ্যাক তৈরিতে যা যা লাগবেঃ

চন্দনের উপকারিতা ও গুণাগুণ

চন্দন গুড়া – ২ চামচ

হলুদ গুড়া -১ চামচ

ক্যাসটর অয়েল – ১/২ ( আধা ) চামচ

ডিস্টিল ওয়াটার –  ২ চামচ

ফেসপ্যাক যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

১. প্রথমে একটি পরিস্কার বাটি নিন ।

২.সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন ।

৩. স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে ব্রাশের সাহায্যে সারা মুখ লাগিয়ে নিন ।

৪.এটি মুখের মধ্যে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন । 

মুখের দাগ দূর করার রেমেড়ি

৫. ২০ মিনিট পর পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন ।

নোটঃ

১। ফেসপ্যাকটি সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারবেন ।

২। ডিস্টিল ওয়াটার না থাকলে গোলাপজল বা কাঁচা তরল দুধ ব্যবহার করবেন ।

ত্বক ফর্সা করার ফেসপ্যাক -৩

ফেসপ্যাক তৈরিতে যা যা লাগবেঃ

ডিমের কুসুম – ১ টি 

হলুদ গুড়া -১/২ ( আধা ) চামচ

কাঁচা তরল দুধ- ১ চামচ

ফেসপ্যাক যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

১. প্রথমে একটি পরিস্কার বাটি নিন ।

২.সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন ।

ত্বক ফর্সা করতে হলুদের ফেসপ্যাক

৩. স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে ব্রাশের সাহায্যে সারা মুখ লাগিয়ে নিন ।

৪.এটি মুখের মধ্যে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন । 

৫. ২০ মিনিট পর পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন ।

প্রশ্ন-উত্তরঃ

প্রশ্নঃ ডিস্টিল ওয়াটার কোথায় পাব ?

উত্তরঃ ডিস্টিল ওয়াটার যে কোন ফার্মেসি বা কসমেটিকের দোকানে পাবেন ।

Leave a Comment