সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কালো ত্বক ফর্সা করার কার্যকরী উপায়

মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। সুস্থ, সুন্দর, উজ্জ্বল এবং ফর্সা ত্বক আমাদের সকলেরই প্রত্যাশিত। কিন্তু জন্মগতভাবে আমরা সকলেই ফর্সা ত্বকের অধিকারী হতে পারি না । তাই অনেকেই আছেন যারা স্থায়ীভাবে কালো ত্বক ফর্সা করার উপায় খুঁজে বেড়াচ্ছেন । আপনাদের জন্যেই সাজানো হয়েছে আমাদের এই আলোচনা । 

মুখের কালো দাগ ও গর্ত দূর করার উপায়

কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দ্রুত সময়ে কালো ত্বক ফর্সা করা যায় তার বিস্তারিত বর্ননা নিয়ে আমাদের এই কলামটি সাজিয়েছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কালো ত্বক ফর্সা করার পদ্ধতি ও কার্যকরী উপায় ।

কালো ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় নিম্নরূপঃ

ত্বক ফর্সা করার জন্য অত্যন্ত কার্যকরী ভেষজ গুণসম্পন্ন কিছু উপাদান এর সাহায্যে প্রথমে কিছু মিশ্রণ তৈরী করে নিতে হবে।

কমলার খোসার ফেসপ্যাকঃ

যে সমস্ত উপকরণ গুলি লাগবেঃ

এক টেবিল চামচ কমলার খোসার গুড়া। ( শুকনো)

দুই চিমটি কাঁচা হলুদের গুড়া।

মধু

আধা চা চামচ মধু।

2 টেবিল চামচ এলোভেরা জেল।

মিশ্রণটি তৈরী ও প্রক্রিয়াঃ

প্রথমে একটি পরিষ্কার পাত্রে এলোভেরা ছাড়া অন্যান্য সবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। 

এরপর পরিমাণমতো এলোভেরা জেল দিয়ে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী ফেসপ্যাকটি। 

এরপর একটি ব্রাশের সাহায্যে এটি ত্বকের মধ্যে এপ্লাই করে নিন ।

মুখ ধুয়ে নিন

এটি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন ।

ত্বক ফর্সা করতে ফেসপ্যাকটি ব্যবহারের উপকারিতাঃ

ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক গভীর থেকে উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠবে। 

মুখ থেকে মেছতা দূর করার উপায়

মেছতা , কালদাগ ও বলিরেখা দূর হবে।

ব্রণ এবং ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর হবে।

সানবার্ন প্রতিরোধ করতে এবং ডার্ক সার্কেল দূর করতে এই ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকরী।

ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখবে এবং 

স্থায়ীভাবে উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে ।

Leave a Comment