একটা দারুন উপায় যা আপনার কালো ঠোঁটকে রাতারাতি গোলাপি করে তুলবে

বন্ধুরা একজোড়া কালো ঠোঁটের জন্য আমাদের মুখের সৌন্দর্য ফ্যাকাসে হয়ে পড়ে । আজকে আমি আপনাদের সাথে এমন একটি অনন্য উপায় শেয়ার করব, এই উপায়টি ঠোঁটের কালো রং দূর করে দিবে আর আপনাকে ঠোঁটকে করে তুলবে বাচ্চাদের মত নরম কোমল ও গোলাপি ।

কালো ঠোঁট গোলাপি করার উপায়

চলুন আর দেরি না করে এই অনন্য উপায় কিভাবে তৈরি করতে হবে তা দেখে নেওয়া যাক।

কালো ঠোঁট রাতারাতি গোলাপি করার উপায়টি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

এক চামচ চিনি

এক চামচ অলিভ অয়েল

কালো ঠোঁট রাতারাতি গোলাপি করার উপায়

 এক চামচ লেবুর রস

কালো ঠোঁট রাতারাতি গোলাপি করার উপায়টি তৈরি করার নিয়মঃ

 কালো ঠোঁট রাতারাতি গোলাপি করার উপায়টি তৈরী করার জন্য আমাদের লাগবে একটি বাটি।

এবার বাটির মধ্যে সবউপাদান গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিন । 

এটি যদি খুব ভাল ভাবে না মেশে তাহলে কোন উপকারে আসবে না । তাই এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।

কালো ঠোঁট রাতারাতি গোলাপি করার উপায়টি ব্যবহার করার নিয়মঃ

এটি খুব ভালভাবে মিশে গেলে ব্রাশের সাহায্যে আপনার ঠোঁটের উপর ঘসে  লাগিয়ে নিন।

এরপর শুয়ে পড়ুন।

সকালে উঠে ঠোঁট ধুয়ার পর দেখবেন আপনার ঠোঁট অনেক সফট হয়ে এসেছে ।

বন্ধুরা আপনারা যদি খুব সহজে ঠোঁটকে তুলতুলে নরম আর গোলাপি করতে চান তাহলে এই রেমেড়িটি  সপ্তাহে দুবার করে ব্যবহার করবেন ।

Leave a Comment