আমাদের চেহারায় এক জোড়া গোলাপি ঠোঁট আমাদের সৌন্দর্যকে আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ঠোঁট নিজের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে দিনদিন কালো হয়ে পড়ে। ঠোঁট কালো হয়ে গেলেও আমাদের অনেকের ইচ্ছে থাকে বাড়িতে যেন আমরা নিজেদের ঠোঁটের কালো রংকে দূর করে ঠোঁটকে গোলাপি করে তুলতে পারি। আর এর জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব কার্যকর একটি ঘরোয়া রেমেড়ি।
এটি কালো ঠোঁট গোলাপি করার উপায় এবং এটি একটি লিপবাম তৈরি করার পদ্ধতিও । এই রেমেড়িটিকে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন । আর এর ব্যবহারে ঠোঁটের কালোভাব দূর হয়ে ঠোঁট প্রাকৃতিক ভাবে বাচ্চাদের মত নরম ও গোলাপি হয়ে উঠবে।
ঠোঁট কালো হবার কারণঃ
- অতিরিক্ত মেকআপ ব্যবহার করা
- ধূমপান করা
- ক্যাফেইন গ্রহণ করা
- সূর্যের ক্ষতিকর রশ্মি
- অনেকের বংশগত কারণ
- নিয়মিত যত্নের অভাব এবং
- এলার্জি
বন্ধুরা এবার চলুন রেমেড়িটি তৈরি করার খুব সহজ নিয়ম জেনে নিন।
কালো ঠোঁটকে গোলাপি করার এই রেমেড়িটি তৈরি ও এপ্লাই করার নিয়মঃ
এই রেমেড়িটিকে দুইটি স্টেপে ভাগ এপ্লাই করতে হবে।
- স্টেপ – ১ঃ স্ক্রাবিং
- স্টেপ – ২ঃ লিপবাম তৈরি
স্টেপ – ১ঃ স্ক্রাবিং
প্রয়োজনীয় উপাদানঃ
- চিনি – ১ চামচ
- মধু -১ চামচ
- লেবু – ১ টুকরো
স্ক্রাবার তৈরি ও ব্যবহারের ধাপঃ
- প্রথমে একটি বাটিতে এক চামচ চিনি ও এক চামচ মধু নিয়ে এদেরকে ভাল করে মিশিয়ে নিতে হবে।
- এরপর লেবুটিকে টুকরো করে কেটে এর থেকে এক টুকরো লেবু নিয়ে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে ঠোঁটের ওপর ৫ মিনিট স্ক্রাব করতে হবে।
- ঠোঁট ৫ মিনিট স্ক্রাব করার পর জল দিয়ে ধুয়ে নিন।
স্টেপ – ২ঃ লিপবাম তৈরি
লিপবাম তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
- বিটরুট জুস – ২ চামচ
- গ্লিসারিন -১ চামচ
লিপবাম তৈরির ধাপ ও ব্যবহারঃ
- একটি পরিষ্কার বাটিতে বিটরুট জুস ও গ্লিসারিন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
- উপাদান দুইটি খুব করে মিশে একটি কাচের কৌটায় নিয়ে সংরক্ষণ করে রাখতে হবে।
- এই মিশ্রনটিকে নরমাল টেম্পারেচার এর রেখে সাতদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।
কাজ করার কারণঃ
চিনিঃ
চিনির মধ্যে গ্লাইকোলিক এসিড থাকে
যা আমাদের ঠোঁট হতে মৃতকোষ অর্থাৎ ফেটে যাওয়া চামড়া তুলে ফেলে ঠোঁটকে ফর্সা করে তুলবে।
মধুঃ
মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা ঠোঁটের কালো দাগ দূর করে দিয়ে ঠোঁটকে ফর্সা করে তুলবে।
লেবুঃ
লেবুর মধ্যে ব্লিচিং প্রোপার্টি রয়েছে যা ত্বকের যেকোনো টিস্যুর কাল ভাবকে দূর করে দিয়ে ত্বককে উজ্জ্বল করে।
তাই এটি ঠোঁটে ব্যবহার করলে ঠোঁটের কাল দাগ দূর হয়ে যাবে।
বিটরুটঃ
বিটরুট প্রাকৃতিক ভাবে ঠোঁটের ডিসকালারকে দূর করতে সাহায্য করবে।
এছাড়াও বিটরুটের মধ্যে রয়েছে ব্লিচিং যা ঠোঁটকে প্রাকৃতিকভাবে নরম করে ঠোঁটের কালোভাব পুরোপুরি দূর করে ঠোঁটের মধ্যে গোলাপি ভাব নিয়ে আসবে ।
নোটঃ
বিটরুট জুস তৈরি করার জন্য একটি বিটরুট নিয়ে এর খোসা ছাড়িয়ে ভেজিটেবল গ্রাইন্ডার দিয়ে গ্র্যান্ড করে ছাঁকনির সাহায্যে রস বের করে নিতে হবে।
বন্ধুরা এই রেমেড়িটি আপনারা টানা ৩ দিন ব্যবহার করার পর আপনাদের চোখের সামনে এর ফলাফল পরিলক্ষিত হবে। আপনারা এই রেমেড়িটিকে নিয়মিত ব্যবহার করুন তাহলে আপনাদের ঠোঁটের কালোভাব দূর হয়ে ঠোঁট গোলাপি হয়ে উঠবে ।