আমাদের শরীর এবং ত্বকের যত্নে কালোজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক উপাদান। তাই এটি আয়ুর্বেদি, ইউনানি ও কবিরাজি এবং ওলকুজি চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে । শুধু ত্বক এবং শরীর নয় আমাদের চুল পড়া বন্ধ করে চুলের যত্নে কালোজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।
নিয়মিত চলে কালোজিরার তেল ব্যবহারে আপনার চুলের প্রায় সকল ধরনের সমস্যা থেকে পরিত্রান পাবেন যেমন চুল পড়া বন্ধ করে, চুলের আগা ফাটা রোধ করে । চুলকে ঘন কালো মসৃণ করে তুলতে কালোজিরার তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কালোজিরার তেল কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে জানেন না।

সুপ্রিয় বন্ধুরা তাই এই আলোচনাটি সাজিয়েছি ঘরে বসেই কিভাবে বিভিন্ন উপাদান এর সাহায্যে কালোজিরার তেল তৈরি করবেন তা নিয়ে। তাহলে চলুন দেখে নেয়া যাক চুল পড়া বন্ধ করতে চুলের যত্নে ঘরে বসেই কালোজিরার তেল তৈরির পদ্ধতি।
চুল পড়া বন্ধ করতে চুলের যত্নে ঘরে বসে কালোজিরার তেল তৈরির পদ্ধতিঃ
উপকরণ সমূহঃ
- আপনার প্রয়োজন মত কালোজিরার দানা
- সমপরিমাণ মেথি দানা।
- ভিটামিন ই তেল।
- জোজোবা অয়েল।
- রোজমেরি এসেনশিয়াল অয়েল।
- আমন্ড অয়েল।
- কারি পাতা।
- অপরিশোধিত নারকেল তেল।

কালোজিরার তেল তৈরির প্রক্রিয়াঃ
- প্রথমে একটি পাত্রে কালোজিরার দানাগুলো ভালোভাবে ভেঙে নিন।
- এবার ভাঙা দানাগুলো মোটামুটি ব্লেন্ড করে নিন একদম মিহি করে ফেলবেন না
- একটি পাত্রে এই কালোজিরার দানা এবং মেথির দানা নিন।
- এবার পাত্রে আপনার প্রয়োজন অনুযায়ী অপরিশোধিত নারিকেল তেল মিশ্রন করুন।
- মিশ্রণের পাত্রটা চুলায় বসিয়ে একদম অল্প আগুনে কিছুক্ষণ গরম করে নিন।

- 7 থেকে 10 মিনিট পর কালোজিরার মিশ্রণটিতে কারি পাতা যোগ করুন।
- আরো কিছু সময় অল্প আছে তেলটি গরম করতে থাকুন। যখন তেল থেকে একটু একটু ফেনা ওঠা শুরু করবে তখনই পাত্র চুলা থেকে নামিয়ে নিন।
- ভালোভাবে কালজিরার মিশ্রণটি ঠান্ডা করে নিন।

- মিশ্রণ টি সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর তাতে ভিটামিন ই তেল, অলিভ অয়েল, জোজোবা অয়েল আমন্ড অয়েল প্রয়োজন এবং কালোজিরার দানার পরিমাণ অনুযায়ী মিশিয়ে দিন।
- সবশেষে খুবই অল্প পরিমাণে রোজমেরি এসেনশিয়াল অয়েল বাকি দেশগুলোর তিনভাগের একভাগ মিশিয়ে নিন।
- ভিটামিন ই তেল, অলিভ অয়েল, জোজোবা অয়েল, আমন্ড অয়েল এবং রোজমেরি এসেনশিয়াল অয়েল তেলের মিশ্রণ সম্পূর্ণ ঠান্ডা করে তারপর মিশিয়ে নেবেন।

- এবার সম্পূর্ণ মিশ্রণ সমুহ ভালোভাবে গুলিয়ে নিয়ে একটি কাঁচের পাত্রে সংরক্ষণ করুন। কালোজিরার দানা ছেকে নেয়ার প্রয়োজন নেই এটি নিজ থেকেই তেলের নিচে বসে যাবে।
- এভাবে তেল তৈরি করে প্রায় ছয় মাস পর্যন্ত ব্যবহার করা যাবে তবে এক মাস অন্তর-অন্তর তেল ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে।
- একবার এই অধিক পরিমাণ তেল তৈরি করে সংরক্ষন না করে যতটুকু প্রয়োজন ততটুকুই ১ মাসের জন্য তৈরি করে নিয়ে ব্যবহার করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ
- কালোজিরার তেল তৈরিতে আপনার কাছে অপরিশোধিত নারিকেল তেল না থাকলে সরিষার তেল ব্যবহার করতে পারেন।
- অতিরিক্ত আগুনের তাপে কালোজিরার তেল তৈরি করতে যাবেন না। অতিরিক্ত তাপমাত্রায় এর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে।
- চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সপ্তাহে তিন থেকে চারবার কালোজিরার তেল ব্যবহার করুন।

- কালোজিরার তেল এর গুণগত বৈশিষ্ট্য সতেজ থাকার জন্য কিছুদিন পরপর তেল রোদে শুকিয়ে নিন।
- কালোজিরার তেল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের উপকরণ সমূহের গুণগত মান সম্পর্কে নিশ্চিত থাকুন।
আমাদের চুলের যত্নে কালোজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কালোজিরার তেল ব্যবহারের ফলে চুলের গোড়া মজবুত হয় চুলপড়া শতভাগ বন্ধ হয়ে যায়। চুল থাকে ঘন কালো এবং মসৃণ।

মাথার ত্বক থেকে খুশকি সম্পূর্ণরূপে দূর হয় চুলের আগা ফাটা রোধ হয় যার ফলে আপনার চুল হয়ে ওঠে সম্পূর্ণ আকর্ষণীয় এবং সুন্দর। কালোজিরার তেল তৈরিতে ব্যবহৃত সমস্ত উপাদান প্রাকৃতিক হওয়ায় এটি ব্যবহারে কোন পার্শপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকেনা।
তাই আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে ঘরে বসেই কালোজিরার তেল তৈরি করে ব্যাবহার করুন। হয়ে উঠুন ঘন, কালো, মসৃণ, উজ্জ্বল এবং আকর্ষণীয় চুলের অধিকারী।
ধন্যবাদ