অজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ ১টি রেমেড়ি যা ত্বককে দুর্দান্ত ভাবে ফর্সা করে তুলবে।
আর এটি ত্বক হতে সমস্ত ধরণের কালো দাগছোপকে দূর করে ত্বককে প্রাকৃতিকভাবে এত ফর্সা , উজ্জল ও গ্লোয়িং করে তুলবে যা দেখে আপনি নিজেই অবাক হবেন ।
আপনাদের জানিয়ে দিই এটি খুব সহজ ১টি রেমেড়ি যা মাত্র কয়েকটি উপাদান দিয়ে তৈরি ,আর এটিকে ব্যবহার করার পদ্বতিও খুবই সহজ ।
চলুন তাহলে এই কার্যকরি রেমেড়িটি কি কি উপাদান দিয়ে তৈরি করবেন ও ব্যবহার করবেন তা দেখে নিই দিয়ে তৈরি করবেন ।
প্রয়োজনীয় উপাদানঃ
১ চামচ চালের গুড়া
১ চামচ মুলতানি মাটি
২ চামচ টকদই
৩ চামচ টমেটো পেষ্ট
তৈরি করার প্রণালিঃ
টমেটোর পেষ্ট তৈরির জন্য ২ টি পরিষ্কার পাকা টমেটো নিন । তারপর টমেটো ২টিকে টুকরো করে নিন ।
টুকরো করা হয়ে গেলে ১ টি ব্লেন্ডারের সাহায্য ব্লেন্ড করে পেস্ট তৈরি নিন ।
এরপর ১টি বাটিতে সব উপাদান নিয়ে নিয়ে নিন ।
সব উপাদান নেয়ার পর একসাথে মিশিয়ে নিন ।
ব্যবহার করার নিয়মঃ
সব উপাদান মিশে আসার পর ১ ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করুণ ,
এপ্লাই করার পর ১৫মিনিট অপেক্ষা করুণ।
১৫ মিনিট পর আপনার ত্বক ধুয়ে ফেলুন ।
এটি ব্যবহারের পর দেখতে পাবেন আপনার ত্বক আগের চেয়ে ফর্সা হয়ে এসেছে ।ত্বককের উজ্জতা ধরে রেখে ত্বককে ফর্সা করতে এই ফেসপ্যাকটি এপ্লাই করুন ।