কাঁচের মতো ফর্সা ত্বক পান মাত্র ৫ মিনিটে / উজ্জল দাগমুক্ত ফর্সা ত্বক 100% গ্যারান্টি

কাঁচের মতো ফর্সা ত্বক পান মাত্র ৫ মিনিটে

আমরা সবাই সুন্দর ত্বক চাইলেও অনেক সময় ব্যস্ততার কারণে ত্বকের যত্ন নেওয়ার সময় হয়ে উঠে না।  প্রচণ্ড গরমে , বর্ষা কালে , আর যে সময়ই হোক না কেন কাজের চাপে আস্তে আস্তে ত্বকের লাবণ্য দিন দিন হারিয়ে যেতে থাকে । 

তবে আমরা চাইলে বাড়িতেই অল্প সময়ে সঠিক পদ্ধতি অনুসরণ করে আমাদের ত্বকের যত্ন নিয়ে ত্বককে ফর্সা ও লাবণ্যময় করে তুলতে পারি ।  

কাঁচের মতো ফর্সা ত্বক পান মাত্র ৫ মিনিটে

ঘরে বসে ত্বকের যত্ন নিয়ে উজ্জল দাগমুক্ত ফর্সা ত্বক পাবার জন্য আপনাদের সাথে শেয়ার করছি খুব কার্যকর একটি রেমেড়ি।

এটি ব্যবহারের মাধ্যমে খুব কম সময়ে কাঁচের মতো উজ্জল দাগমুক্ত ফর্সা ত্বক পাবেন । 

চলুন জেনে নিই কিভাবে রেমেড়িটি ব্যবহার করতে হবে

কাঁচের মতো ফর্সা ত্বক পাবার রেমেড়িঃ

প্রথম ধাপঃ স্কিন ক্লিনিং

যা যা দরকারঃ

কাঁচের মতো ফর্সা ত্বক পান মাত্র ৫ মিনিটে

এলোভেরা পাতার – একটি

কফি – ১ চামচ

তৈরি ও ব্যবহারঃ

একটি এলোভেরা পাতা নিয়ে এর থেকে একটি টুকরো নিয়ে এর উপরের চামড়া তুলে নিন।

এরপর এলোভেরার টুকরোর উপর কফি দিয়ে ৫ মিনিট ত্বকের উপর স্ক্রাব করুন ।

কাঁচের মতো ফর্সা ত্বক পান মাত্র ৫ মিনিটে

এরপর ত্বক মুছে নিন।

এইভাবে ত্বক ক্লিন করলে ত্বকের মৃত কোষ ওঠে গিয়ে ত্বক চকচকে হবে ।

দ্বিতীয় ধাপঃ স্কিন ম্যাসাজ  

যা যা দরকারঃ

এলোভেরা জেল -১ চামচ

টকদই – ১ চামচ

তৈরি ও ব্যবহারঃ

একটি ছোট বাটিতে এলোভেরা জেল ও টকদই নিয়ে ভাল করে মিশিয়ে নিন।

কাঁচের মতো ফর্সা ত্বক পান মাত্র ৫ মিনিটে

ত্বকে সার্কুলার মুশনে ম্যাসাজ(হাতের আঙ্গুল দিয়ে মাজা) করুন ২-৩ মিনিট মত।

এরপর ত্বক আবারো মুছে নিন।

তৃতীয় ধাপঃ ফেসপ্যাক এপ্লাই

যা যা দরকারঃ

বেসন – ২ চামচ

কাঁচের মতো ফর্সা ত্বক পান মাত্র ৫ মিনিটে

হলুদ গুড়া- ১/২ ( আধা চামচ ) চামচ

এলোভেরা জেল -১ চামচ ও

কাঁচের মতো ফর্সা ত্বক পান মাত্র ৫ মিনিটে

পরিমাণ মত কাঁচা তরল দুধ

তৈরি ও ব্যবহারঃ

১.প্রথমে একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।

২.ব্রাশের সাহায্যে প্যাকটি  সারা মুখে লাগান । তবে ঠোঁট ও চোখে লাগাবেন না। প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুণ।

কাঁচের মতো ফর্সা ত্বক পান মাত্র ৫ মিনিটে

৩.১৫-২০ মিনিট অপেক্ষা করার পর পরিস্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

বন্ধুরা , আপনারা এই রেমেড়িটি বাড়িতে এপ্লাই করার পর দেখবেন ত্বকের দাগ দূর হয়ে ত্বক চকচকে উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে ।

আপনারা অল্প সময়ে ত্বকের যত্ন নিতে এটিকে ট্রাই করুন ।