আজকে খুব সহজ ১টি রেমেড়ি নিয়ে হাজির হয়েছি যা মাত্র ১বার ব্যবহারে ত্বক ফর্সা হওয়ার সাথে সাথে, কাঁচের মত স্বচ্ছ ও উজ্জ্বল ও দাগ মুক্ত হয়ে উঠবে। আর এর সাথে ত্বককে করে তুলবে মসৃণ ও ক্লিন ।
ফর্সা ত্বক পাওয়ার জন্য এই রেমেড়িটি কিভাবে তৈরি ও ব্যবহার করবেন চলুন তা দেখে নিই ।
প্রয়োজনীয় উপাদানঃ
১ চামচ চালের গুড়া
হাফ চামচ হলুদ গুড়া
১ টি ভিটামিন – ই
৪ চামচ কাঁচা তরল দুধ
তৈরি ও ব্যবহার করার পদ্বতিঃ
১ টি পরিষ্কার বাটি নিয়ে এর মধ্যে সব উপাদান খুব ভালভাবে মিশিয়ে নিন ।
মিশিয়ে নেয়ার পর ১ টি ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করুন।
এপ্লাই এর ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
নোটঃ
ভাল ফলাফল পেতে চাইলে এই রেমেড়িটি সপ্তাহে ৩ দিন করে ব্যবহার করুন ।
উপকারিতাঃ
চালের গুড়াঃ
চালের গুড়ায় স্কিন লায়টেনিং প্রোর্পাটি থাকায় এটি ত্বক থেকে ফাইনলাইন, রিংক্যালস, এইজ স্পট ও ব্লিমিসেশের মতো চিহ্ন গুলোকে দূর করে দেয়।
যার জন্য বয়স কমপক্ষে ৩ থেকে ৫ বছর কম দেখায় ।
দুধঃ
কাঁচা তরল দুধ ব্যবহারের ফলে যা ত্বকের জন্য খুবই উপকারি কারণ কাঁচা তরল দুধে রয়েছে প্রাকৃতিক ব্লিচ যা আমাদের ভিবিন্ন ধরণের
ডার্ক স্পট, ব্রণ ও ব্রণের দাগ , রোদে পুড়া দাগ ও পিগমেন্টেশনকে সারাতে আর ত্বককে ফর্সা করতে যাহায্য করে ।
হলুদঃ
হলুদ ত্বকের কালো দাগ দোর করে ত্বককে ফর্সা করে তুলে ।
ভিটামিন–ইঃ
ভিটামিন–ই ত্বককে মসৃণ করে তুলতে সাহায্যে করে তুলে ।