চমকে যাবেন এত ফর্সা ত্বক দেখে ১ বার ফেসিয়াল টি করে দেখুন

কাঁচের মতো উজ্জ্বল ত্বক পাবার উপায়

বন্ধুরা আমাদের সকলের উচিত নিয়মিত ত্বকের যত্ন নেওয়া । নিয়মিত ত্বকের যত্ন নিলে আমাদের মুখ কোমল , উজ্জ্বল , মোলায়েম ,ফর্সা আর ঝলমলে হয়ে উঠে ।  একটা প্রাকৃতিক উজ্জ্বলতাও চলে আসে। আজ আমি আপনাদের সাথে এমন একটি হোম মেড স্কিন হোয়াইটেনিং রেমেড়ি শেয়ার করব যার মাধ্যমে আপনারা ত্বকের যত্ন নিতে পারবেন এবং আপনাদের ত্বককে দুধের মত ফর্সা ও কাঁচের মত চকচকে করে তুলতে পারবেন।

আমি এই রেমেড়িটিকে ২ টি Step এ ভাগ করেছি

Step 1: Scrubbing

তো এর জন্য একটি পাত্রে

ব্রণের দাগ দূর করার উপায়
  • ১ চামচ মধু
  • ১ চামচ কফি  
  • ও ১ চামচ চিনি নিয়ে সবগুলোকে ভালভাবে মিশিয়ে নিন।

এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার মুখ ও গলা হালকা হাতে জেন্টলি Scrub করুণ ।এইভাবে  সার্কোলার মুশনে আপনাকে ১০ মিনিট পর্যন্ত Scrub করতে হবে ।এইভাবে  Scrub করলে আমাদের ত্বক খুবই কোমল ও মুলায়েম হয়ে উঠে। কারণ Scrub করলে আমাদের ত্বকের উপর যে ডেড স্কিন অর্থাৎ মরা চামড়া থাকে তা সহজে দূর হয়ে ত্বক খুবই কোমল এবং গ্লোয়িং হয়ে উঠে।

কাঁচের মতো উজ্জ্বল ত্বক পাবার উপায়

এইভাবে ১০ মিনিট পর্যন্ত Scrub করা হয়ে গেলে টিস্যু দিয়ে মুখ ভাল করে পরিস্কার করে নিন।

এবার আমাদের 2nd Stepটি হলো  Face Pack.

এর জন্য একটি বাটিতে

  • ১ চামচ বেসন 
  • ১/২ চামচ মুলতানি মাটি
  • ১ চামচ অ্যালোভেরা জেল
  • ও ১ চামচ লেবুর রস নিন।

এরপর সব উপাদান ভাল করে মিশিয়ে নিন……।

কাঁচের মতো উজ্জ্বল ত্বক পাবার উপায়

এবার এই Face pack টি কে ভাল করে মুখে ও গলায় লাগিয়ে নিন। এই pack টি আপনাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেবার জন্য খুবই কার্যকর । কারণ এই প্যাকটি আমাদের ত্বক থেকে ভিবিন্ন ধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ ,রোদে পুড়াদাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে ।   

কাঁচের মতো উজ্জ্বল ত্বক পাবার উপায়

packটি ভাল করে apply করা হয়ে গেলে এটিকে ত্বকের উপর শুকাতে দিন…।

প্যাকটি শুকিয়ে গেলে নরমাল জল দিয়ে ত্বক পরিস্কার করে নিন…

কাঁচের মতো উজ্জ্বল ত্বক পাবার উপায়

তো friends আপনারা দেখতে পাচ্ছেন এই রেমেড়িটি ব্যবহার করার আগে আমার ত্বক কতটা ডার্ক এবং ড্রাই ছিল , কিন্তু এই রেমেড়িটি ব্যবহার করার পর আমার ত্বক খুবই গ্লোয়ি আর ফর্সা হয়ে গেছে।