বন্ধুরা , আজকে আমি আপনাদের জন্য কার্যকরী একটি কাঁচা হলুদের ফেসমাস্ক শেয়ার করছি ,এই ফেসমাস্ক টি মুখ থেকে কালচে ভাব দূর করে দিয়ে ত্বক লাইটেন, স্পটলেস করে তুলবে । এছাড়াও এই কাঁচা হলুদের ফেসমাস্ক ব্রণমুক্ত উজ্জ্বল ও ফর্সা ত্বক পেতে সাহায্য করবে।
কাঁচা হলুদের ফেসমাস্কটি তৈরি করে নিই।
কাঁচা হলুদের ফেসমাস্কটি তৈরি করা জন্য আমাদের প্রয়োজন
1 । এক চামচ -কাঁচা হলুদের পেস্ট
2। এক চামচ – টকদই
3 । এক চিমটি – জাফরান
কাঁচা হলুদের ফেসমাস্ক তৈরির ধাপঃ
- এই ফেসমাস্কটি তৈরি করার জন্য সবার প্রথমে কাঁচা হলুদ নিয়ে উপরের চামড়া তুলে ধুয়ে পরিস্কার করে নিন।
- এরপর পরিস্কার করা হলুদ নিয়ে একটি ভেজিটেবল গ্রান্ডার দিয়ে গ্র্যান্ড করে নিন ।
- হলুদ গ্র্যান্ড করা হয়ে গেলে একটি ছোট বাটিতে নিন । এরপর হলুদের সাথে অন্যান্য উপকরণ গুলো দিয়ে ভালো করে মিক্স করে নিন।
- সব উপাদান ভাল করে মিশে গেলে মাস্কটি এপ্লাইয়ের জন্য তৈরি হয়ে যাবে ।
- মাস্কটি তৈরি হয়ে গেলে কোন ব্রাশ বা তুলার প্যাডের সাহায্যে মুখে লাগিয়ে নিন।
- এই মাস্ক এপ্লাই করার পর ১৫ মিনিট অপেক্ষা করুন।
- ১৫ মিনিট পর যখন এই মাস্কটি শুকিয়ে যাবে তখন পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।
- মুখ ধুয়ে ফেলার পর আপনার মুখ টিস্যু বা সুতার কাপড়ের সাহায্যে মুখ মুছে ফেলুন ।
নোটঃ
১। এটা সব ধরণের ত্বকের জন্য উপকারী । তবে বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য বেশি উপকারি হবে।
কাঁচা হলুদের ফেসমাস্কটিতে ব্যবহৃত উপাদানের উপকারিতাঃ
হলুদঃ
এই মাস্কে আমি হলুদ ব্যবহার করেছি কারণ হলুদ আমাদের ত্বক হতে রোদে পুড়া কালো দাগ ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তু্লে।
আর হলুদের natural lightening property ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।
টকদইঃ
টকদই আমাদের ত্বকের জন্য খুবই উপকারি।
টকদই এর মধ্যে ল্যাকটিক এসিড থাকায় টকদই আমাদের ত্বক থেকে সব ধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ,রোদে পুড়াদাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে।
জাফরানঃ
ত্বককে ফর্সাকারী উপাদান গুলোর মধ্যে জাফরান একটি অন্যতম উপাদান ,এটি ত্বককে অতিমাত্রায় ফর্সা করে এবং দিনের পর দিন ত্বকের তারুণ্য উজ্জ্বলতা ধরে রাখার জন্য কাজ করে।
জাফরানের ব্যবহার ত্বকে একটি গোল্ডেন চকচকে ভাব নিয়ে আসবে।