মাত্র ৫ মিনিটে দাগহীন উজ্জ্বল, ফর্সা ও কোমল ত্বক পেতে কাঁচা হলুদের ফেসপ্যাক

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ত্বক তৈলাক্ত। ত্বকের অতিরিক্ত তেল তেলে ভাবের কারণে আমাদের ত্বকের লোমকূপে ময়লা জমে কোষ এর মুখ  বন্ধ হয়ে যায়। ফলে ময়লা জমে গিয়ে ব্রণ এবং বিভিন্ন দাগের সৃষ্টি হয় তাই তৈলাক্ত ত্বক নিয়ে আমাদের মধ্যে অনেকেই দুশ্চিন্তায় আছেন।

 অনেকেই বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করে নিজেদের ত্বকের আরো ক্ষতি সাধন করছেন। তৈলাক্ত  ত্বকের যত্নে সম্পূর্ণ প্রাকৃতিক একটি উপাদান হচ্ছে হলুদ। এটি আপনার ত্বকের অতিরিক্ত তেল চিটচিটে ভাব দূর করে ত্বকের ময়লা সমূহ দূর করে ত্বককে রাখবেন এবং দাগমুক্ত। 

কাঁচা হলুদের উপকারিতা

তাই যারা তৈলাক্ত ত্বক নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্যই আমাদের এই আলোচনা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক তৈলাক্ত ত্বকের যত্নে হলুদের অত্যন্ত কার্যকরী ফেইসপ্যাক।

 কাঁচা হলুদ এবং দুধের সরের ফেসপ্যাকঃ

 উপকরন সমুহঃ

 1 চা-চামচ কাঁচা হলুদ।

 1 চা চামচ দুধের সর।

এবং আধা চা চামচ মধু।

কাঁচা হলুদের রুপচর্চা

প্রস্তুত প্রণালীঃ

  প্রথমেই উপকরণসমূহ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই হলুদের ফেসপ্যাক।

এবার পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। 

 হলুদের ফেসপ্যাক টি ত্বকে ভালোভাবে তুলা বা মুখের ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন।

কাঁচা হলুদের টিপস

 তিন থেকে পাঁচ মিনিট স্ক্রাব করে নিন।

 15 থেকে 20 মিনিট হলুদের ফেসপ্যাক শুকানোর সময় দিয়ে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিন।

উপকারিতাঃ

হলুদ এবং টকদই বিদ্যমান ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব  এবং ময়লা দূর করে।

 যার ফলে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হওয়া থেকে রক্ষা পায়।

মধুতে বিদ্যমান উপাদান ত্বককে টানটান এবং উজ্জ্বল করতে সাহায্য করে।

 হলুদ ত্বক কে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তুলে।

নোট : ভালো ফলাফল পেতে তৈলাক্ত ত্বকের যত্নে সপ্তাহে কমপক্ষে দুইবার ব্যবহার করুন।