বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কলার তৈরি এমন একটি হেয়ার মাস্ক শেয়ার করছি । এই হেয়ার মাস্ক এর সাহায্যে আপনারা চুল পড়া পুরুপুরি বন্ধ করতে পারবেন ।
কেননা কলা পটাশিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট, প্রাকৃতিক তেল এবং ভিটামিন সমৃদ্ধ হওয়াই চুল পড়া প্রতিরোধ করার জন্য কলার হেয়ার মাস্ক অনেক ভালো কাজ করে । কলা চুল ঝরে পড়াকে পুরুপুরি নিয়ন্ত্রণে রেখে চুল স্ফট ও মুলায়েম করে তুলে ।

চলুন , চুল ঝরে পড়াকে বন্ধ করতে কলার হেয়ার মাস্কটি তৈরি করে নিই।
কলা, পেঁপে এবং মধুর হেয়ার মাস্কঃ
কলা পেঁপে এবং মধুতে বিদ্যমান বিভিন্ন উপাদান আমাদের চুল পড়া রোধে চুলকে ঘন কালো ও উজ্জ্বল করে তুলতে অত্যন্ত কার্যকরী। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে চুলের গোড়ায় শক্তি যোগায় এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে।
উপকরণ সমূহঃ
- দুটি পাকা কলার পেষ্ট
- আধা কাপ পেঁপের পেস্ট ও
- এক চা-চামচ মধু

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
- দুটি পাকা কলা ভালোভাবে কচলিয়ে পেষ্ট তৈরি করে নিন।
- এরপর কলার পেষ্টের সাথে আধা কাপ পেঁপের পেস্ট এবং এক চা-চামচ মধু ভালোভাবে মিশিয়ে কলার অত্যন্ত কার্যকরী হেয়ার মাস্কটি তৈরি করে নিন।
- এরপর চুলের গোড়া,সম্পূর্ণ চুল এবং মাথার ত্বকে মাস্কটি ভাল ভাবে লাগিয়ে নিন।

- এবার চুল উঁচু করে ভালোভাবে পেচিয়ে নিন এবং চুল ক্যাপ এর সাহায্যে ঢেকে রাখুন।
- ১৫ মিনিট এভাবে অপেক্ষা করে চুল শ্যাম্পু করে নিন।
নোটঃ
১। এই মাস্কটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারবেন ।
২। পেঁপে পেষ্ট করার সময় খেয়াল রাখবে বিচি যেন না থাকে ।
৩। মাস্ক তৈরিতে খাঁটি মধু ব্যবহার করবেন ।

চুল পড়া পুরুপুরি বন্ধ করে চুলকে সুন্দর ও ঝলমলে করার জন্য এই হেয়ার মাস্কটি ব্যবহার করুন ।