আমাদের ত্বক ফর্সা হলেও কিছু সময় পর ত্বকের যত্ন না নেয়ায় আমাদের ত্বক মলিন হয়ে পড়ে ।
তাই প্রয়োজন হয় নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার।
কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন – সি ত্বকের তারণ্য উজ্জ্বলতাকে ধরে রাখতে সাহায্য করে ।
আজ শেয়ার করব কলার অসাধারণ উপকারি ফেসপ্যাক,এই ফেসপ্যাক এর সাহায্যে খুব সহজে প্রাকৃতিকভাবে ঘরে বসেই ত্বককে ফর্সা করতে পারবেন ।
চলুন কিভাবে এই ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করতে হবে তা দেখে নিই।
কলার ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
১ টি কলা
২ চা চামচ লেবু
কলার ফেসপ্যাক তৈরির ধাপঃ
১ টি পরিষ্কার কলা নিয়ে নিন এর খোসা গুলো ছাড়িয়ে টুকরো করে কেটে নিন ।
এরপর কলা ব্লেন্ড করে নিন ।
ব্লেন্ড করা হয়ে গেলে ১টি বাটির মধ্যে কলা ও লেবুর রস নিয়ে নিন,
উপাদান দুটি একসাথে নেয়ার পর উপাদানগুলো খুব ভালভাবে মিশিয়ে নিন ।
কলার ফেসপ্যাক এর ব্যবহারঃ
উপাদানগুলো মিশিয়ে নেয়ার পর আপনার হাতের সাহায্য ত্বকে এপ্লাই করে নিন ।
ত্বকে এপ্লাই করার পর ২০ মিনিট অপেক্ষা করুন ।
২০ মিনিট পর ত্বক ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ।
নোটঃ
১। যাদের ত্বক সেনসেটিভ তারা লেবুর রসের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করুন ।
২। ত্বককে দ্রুত ফর্সা করার জন্য কলার এই ফেসপ্যাকটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।
উপকারিতাঃ
কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বক হতে রোদে পুড়া দাগ ও কালচে ভাবকে দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলে ।
কারণ এন্টি-অক্সিডেন্ট এর প্রথম ও প্রধান কাজ হলো ত্বকের কালো দাগ , কালচে ভাব ,রোদে পুড়া দাগকে দূর করে দিয়ে ,ত্বককে ভিতর থেকে দাগ মুক্ত করে ত্বককে ফর্সা করে তুলা ।
কলার এই ফেসপ্যাক ব্যবহার করার পর দেখবেন চেহেরায় অনেক গ্লো এসেছে ।