এলোভেরা ও নারকেল তৈলের সাহায্যে চুল পড়া বন্ধ করার উপায়। এলোভেরার হেয়ারপ্যাক

বন্ধুরা, চুল ঝরে পড়া, রুক্ষতা ,চুল লম্বা না হওয়া ,চুল খসখসে হওয়া সহ চুলে অতিরিক্ত খুশকির সমস্যায় যারা অতিষ্ঠ তাদেরকে আজকে আমি এলোভেরা ও নারকেল তৈলের সাহায্যে তৈরি একটি হেয়ারপ্যাক শেয়ার করব । এটি চুল পড়া বন্ধ করার উপায় হিসেবে কাজ করবে এবং চুলের সমস্যাগুলো দূর করে চুলকে সুন্দর, লম্বা ও খুশকি মুক্ত রাখবে । এটি খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন । 

বন্ধুরা, চলুন হেয়ারপ্যাকটি কিভাবে তৈরি করবেন তা জেনে নিই।

এলোভেরা ও নারকেল তৈলের সাহায্যে চুল পড়া বন্ধ করার উপায়টি তৈরি ও ব্যবহারের নিয়মঃ

প্রয়োজনীয় উপাদানঃ  

  • এলোভেরা পাতা- ১টি
  • নারিকেল তৈল – ৫০ মিলিলিটার
  • পেঁয়াজ রস – ১ কাপ 

তৈরির ধাপঃ

  • সবার প্রথমে ২টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে এর খোসা ছাড়িয়ে নিতে হবে।   
  • পেঁয়াজের খোসা ছাড়ানোর পর ভেজিটেবল গ্রান্ডার দিয়ে গ্র্যান্ড করে নিন অথবা কুঁচি কুঁচি করে কেটে ব্লেন্ড করে নিন
৭ দিনে চুল লম্বা করার উপায়
  • এবং এরপর ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রস বের করে নিতে হবে।    
  • এরপর ১ টি এলোভেরা পাতা নিয়ে এলোভেরা পাতার দুই পাশ কেটে পাতা টুকরো টুকরো করে কেটে নিতে হবে।  
এলোভেরার হেয়ারপ্যাক
Aloe Vera Gel
  • এরপর একটি পরিষ্কার পাত্রে ৫০ মিলিলিটার নারিকেল তেল ঢেলে গরম করে নিব।  
  • নারিকেল তেল গরম হয়ে এলে টুকরো করা এলোভেরা ছেড়ে দিব এবং এলোভেরার টুকরোগুলো ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  • এলোভেরার টুকরোগুলো ব্রাউন হয়ে এলে আমরা এই তৈল ঠান্ডা হওয়ার জন্য ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত রেখে দিব।
  • তৈল ঠান্ডা হয়ে এলে একটা পরিষ্কার বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে তৈলটি বের করে নিব এবং এর মধ্যে ১ কাপ পেঁয়াজের রস অ্যাড করে একটির চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব ।
চুল লম্বা করার নিয়ম

সব উপাদান মিশে গেলে তৈরি হয়ে যাবে চুলের সমস্যা সমাধানের জন্য খুব কার্যকর একটি রেমিডি ।

ব্যবহারঃ

  • এই তেলটি আপনারা মাথার তালুতে লাগিয়ে ১০ মিনিট মাসাজ করবেন।  
চুলের সমস্যা দূর করার উপায়
চুলের সমস্যা দূর করার উপায়
  • ১০ মিনিট ম্যাসাজ করার পর এটি ৩০ মিনিট চুলের মধ্যে রেখে চুল ধুয়ে নিতে হবে।

 চুলের জন্য কিভাবে কাজ করবেঃ

পেঁয়াজের রসঃ

পেঁয়াজের রস স্কাল্পে নতুন চুল গজানোর জন্য ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। পেঁয়াজের রস ব্যবহারের ফলে নতুন চুল গজানোর সাথে সাথে চুল পড়া যেমন কমবে , তেমনি চুলের গোড়াও শক্ত হবে।

খুশকি দূর করার হেয়ার প্যাক

আর খুশকি দূর করার জন্য পেঁয়াজের রস সবচেয়ে দ্রুত ও কার্যকরভাবে কাজ করে।    

এলোভেরাঃ

এলোভেরায় প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম থাকে,যা আমাদের স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে।

চুলের জন্য লেবুর উপকারিতা

যার ফলে চুলের গুড়ায় পুষ্টি হয় এবং  চুলও খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করে।

নারকেল তৈলঃ

আমাদের চুলে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো মূলত ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয়ে থাকে। আর নারকেল তৈলের মধ্যে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা মাথার তালুর ট্রিটমেন্ট করবে এবং ব্যাকটেরিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করে চুল পড়ে যাওয়া, খুশকি হওয়া সহ যে বিভিন্ন ধরনের চুলের সমস্যা আছে তা দূর করে চুলকে খুশকি মুক্ত করবে এবং চুলের গ্রোথ বাড়িয়ে দিবে।

চুল পড়া বন্ধ করার উপায়

আপনা্রা অবশ্যই চুলকে লম্বা করতে , চুলের সমস্যা দূর করতে এই রেমেড়িটি ব্যবহার করে দেখবেন।

Leave a Comment