চুল ঝরে পড়ছে?চুলে খুশকি?চুল লম্বা করতে চান? চুলের সকল সমস্যা দূর করতে এলোভেরার ৭টি হেয়ারপ্যাক

0
3212
চুলের সকল সমস্যা দূর করার উপায়
চুলের সকল সমস্যা দূর করার উপায়

চুলের যত্নে এলোভেরা চমৎকার একটি রেমেডি। এলোভেরা প্রকৃতি থেকে পাওয়া রূপচর্চার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এলোভেরা এমন একটি উপাদান যা ত্বকের সাথে সাথে চুলের যত্নে ব্যবহার করা হয়। তাছাড়া এলোভেরা একটি ভেষজ উদ্ভিদ। বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষেত্রে এলোভেরা কার্যকর ভূমিকা পালন করে থাকে।  আজকে আমরা এই চুলের যত্নে এলোভেরার ৭অটি হেয়ার প্যাক নিয়ে আলোচনা করবো।

এলোভেরার ৭টি হেয়ারপ্যাক
এলোভেরার হেয়ারপ্যাক

এই প্যাক গুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনারা আপনাদের চুলকে লম্বা ঘন কালো ও স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে পারেন। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক

এলোভেরার সেই সেরা ৭ টি হেয়ার প্যাকঃ

১। মাথা থেকে তৈলাক্ত ভাব দূর করতে এলোভেরার সাথে কালিজিরাঃ

মাথা প্রচুর পরিমাণে তৈলাক্ত হলে বিভিন্ন ধরনের ধুলাবালি ও জীবাণুর আক্রমণ মাথায় বেশি থাকে। এই ভাবে মাথার চুলের বৃদ্ধি স্বাভাবিক থাকে না, গোড়া দুর্বল হয়ে চুল ঝরে যেতে পারে। এই ধরনের সমস্যা মোকাবেলায় আমাদের যে সকল উপকরনের সংমিশ্রণে তৈরি করতে হবে তা হল…………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ১ চা চামচ কালিজিরার গুড়া
মাথা থেকে তৈলাক্ত ভাব দূর করতে এলোভেরার সাথে কালিজিরা

যেভাবে প্যাকটি তৈরি ও ব্যবহার করবেন, উপকরণ গুলো ভালো মত মিক্স করে নিয়ে গোসলের আগে মাথায় লাগাতে হবে।

 অন্তত ৩০ মিনিট মাথায় রেখে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে।

নিয়মিত এই প্যাক টি ব্যবহার এর মধ্য দিয়ে আমাদের চুল থেকে অয়েলী ভাব চলে যাবে।

২। মাথার খুশকি দুর করতে এলোবেরার সাথে পেঁয়াজের রসঃ

এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ টেবিল চামচ পেঁয়াজের রস।
মাথার খুশকি দুর করতে এলোবেরার সাথে পেঁয়াজের রস

পেঁয়াজের রস আর এলোভেরা একসাথে করে মাথায় যদি আমরা দিতে পারি, সেটা নিয়মিত যদি করতে পারি তাহলে মাথার খুশকি জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যাবে।

৩। চুলের গোড়া শক্ত করতে এলোভেরার সাথে লেবুর রস ও কেস্টর অয়েলঃ

এই প্যাকটি আমাদের মাথায় বিভিন্ন ধরনের চর্মরোগ দূর করে দেবে। আর চর্মরোগ থেকে খুশকি হয় আর অতিরিক্ত চর্মরোগ এবং খুশকি আমাদের চুলের বৃদ্ধি ব্যাহত করে এবং চুলের গোড়া নরম করে চুল ঝরা শুরু করে। এর সাথে সাথে আমাদের চুল পুষ্টিহীনতায় ভোগে।  

তাই এই ধরনের সমস্যা দূর করতে আমাদেরকে চুলের গোড়া শক্ত করতে এলোভেরার সাথে যে উপকরণ গুলো লাগবে

  • ২টেবিল চামচ এলোভেরা জেল।
  • ১ চা চামচ লেবুর রস।
  • ২ চা চামচ কেস্টর অয়েল।
চুলের গোড়া শক্ত করতে এলোভেরার সাথে লেবুর রস ও কেস্টর অয়েল

এলোভেরার সাথে সামান্য পরিমাণে লেবুর রস ও কেস্টর অয়েল ভালো মতো মিশিয়ে মাথায় দিলে যেকোনো ধরনের চর্মরোগ সাথে যদি উকুন থাকে তাও চলে যাবে। আর চুলের গোড়া শক্ত হবে।

৪। নতুন চুল গজাতে এলোভেরার সাথে চায়ের লিকারঃ

  • এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে
  • ২ টেবিল চামচ এলোভেরা।
  • ২ চা চামচ চায়ের লিকার।
নতুন চুল গজাতে এলোভেরার সাথে চায়ের লিকার

এই ধরনের উপকরণ গুলি মিশিয়ে গোসলের আগে মাথায় দিতে হবে এবং গোসলের সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এই প্যাক টি ব্যবহার এর মধ্য দিয়ে আমাদের মাথায় নতুন চুল গজাতে কাজ করবে।

৫। চুল লম্বা করতে এলোভেরার সাথে পাকা কলা ও টক দইঃ

এই প্যাকটি আমাদের চুল অনেক বেশি লম্বা ও শক্ত হতে সাহায্য করে।  এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ১ টি পাকা কলা।
  • ১ টেবিল চামচ টকদই অথবা মধু।
চুল লম্বা করতে এলোভেরার সাথে পাকা কলা ও টক দই

উপকরণ তিনটি একসাথে করে মাথার তালুতে লাগাতে হবে।  অনেক সুন্দর করে পুরো তালুতে লাগাতে হবে যাতে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় এই প্যাকটি পৌঁছে যায়।

 গোসলের ৩০ মিনিট আগে লাগিয়ে রেখে গোসলের সময় ধুয়ে নিতে হবে।

৬। চুল সিল্কি করতে এলোবেরার সাথে আমলকীর রসঃ

এটি আমাদের মাথা থেকে খুশকি দূর করার সাথে সাথে বিভিন্ন ধরনের ময়লা পরিষ্কার করে দিবে সাথে সাথে ও পুষ্টি সরিয়ে ফেলে চুল সিল্কি করবে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে।

  • ২ টেবিল চামচ এলোভেরার জেল।
  • ২ চা চামচ আমলকীর রস।
চুল সিল্কি করতে এলোবেরার সাথে আমলকীর রস

উপকরণ তিনটি একসাথে করে মাথায় ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের মাথার চুল অনেক বেশি শক্ত হয়। সাথে সাথে অপুষ্টি চুল ঝরে গিয়ে নতুন চুল গজায় ও চুল সিল্কি করে।

৭। চুলকে অনেক উজ্জ্বল ও প্রাণবন্ত করতে এলোভেরার সাথে মেহেদি পাতার রসঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ টেবিল চামচ মেহেদী পাতা বাটা।
চুলকে অনেক উজ্জ্বল ও প্রাণবন্ত করতে এলোভেরার সাথে মেহেদি পাতার রস

উপকরণ গুলো মিশিয়ে মাথায় দিতে হবে। এটি আমাদের চুল কুচকুচে কালো করার পাশাপাশি চুলকে অনেক দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।

উপরে যে প্যাক গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো চুলের যত্নে চমৎকার ভাবে কাজ করে। যেকোনো সমস্যা আপনারা চিহ্নিত করে সাথে সে অনুসারে প্যাকটি ব্যবহার করুন। তাহলে ফলাফল খুব ভাল পাবেন। ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here