এই গরমে ব্রণের দাগ দূর করতে এলোভেরার এই রেমেডিগুলো ব্যবহার করুন

এই গরমে ব্রণের দাগ দূর করতে এলোভেরার কয়েকটি উপায় আপনাদের সাথে শেয়ার করছি। এই উপায়গুলো অনুসরণ করলে আপনাদের ত্বক ব্রণ মুক্ত হবে ।

আর এই উপায় গুল ত্বক ব্রণ্মুক্ত করার পাশাপাশি ত্বককে ফর্সা করে তুলবে ।

চলুন এই উপায় গুল জেনে নিই ।

এলোভেরা মুখে দিলে কি হয়

ব্রণের দাগ দুর করতে এলোভেরার সাথে কাঁচা হলুদঃ

  • এটি তৈরি করতে আমাদের লাগবে এলোভেরা ও কাঁচা হলুদ। দুটি উপাদান ব্রণের দাগ দূর করতে দারুণ ভাবে কাজ করে। আর এই দুই উপাদান একসাথে মিশিয়ে যদি আমরা মুখে ব্যবহার করতে পারি, তাহলে মুখ থেকে ব্রণের দাগ চলে যায়।
ত্বকে এলোভেরার উপকারিতা
  • যাদের ব্রণের দাগ রয়েছে এবং ব্রণের দাগ গর্ত হয়ে যাচ্ছে তারা যদি নিয়মিত এলোভেরা ব্যবহার করতে পারে হলুদের সাথে তাহলে আমরা আশা করি মুখের দাগ চলে যাবে।

ব্রনের দাগ দূর করতে এলোভেরার সাথে পাকা কলাঃ

এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ১ ট পাকা কলা।
  • ১ চা চামচ মধু।
  • প্রত্যেকটা উপকরণ ত্বকের যত্নে অনেক বেশী কার্যকর ভূমিকা রাখে। আর এ তিনটি উপকরণ একসাথে মিক্স করে মুখে লাগালে মুখ থেকে ব্রণের দাগ সহ যেকোন ধরনের দাগ বা দীর্ঘমেয়াদি দাগ খুব সহজে চলে যায়।
ব্রনের দাগ দূর করতে এলোভেরার সাথে পাকা কলা

   ব্রনের দাগ দূর করতে এলোভেরার সাথে মুলতানি মাটি, লেবু ও গোলাপ জলঃ

  • এই প্যাকটি আপনারা ফেসওয়াশ এর বিপরীতে ব্যবহার করতে পারেন। এই প্যাকটি তৈরি করতে আমাদের এলোভেরা জেল এর সাথে সামান্য পরিমাণ গোলাপজল, লেবুর রস ও মুলতানি মাটি লাগবে।
ব্রনের দাগ দূর করতে এলোভেরার সাথে মুলতানি মাটি, লেবু ও গোলাপ জল
  • এই চারটি উপকরণ একসাথে করে ভালোমতো মিশ্রণ তৈরি করে মুখে লাগালে ব্রণের দীর্ঘমেয়াদি দাগ তো চলে যাবে সাথে সাথে মুখ অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও দাগহীন লাগবে।

ব্রণের দাগ দূর করতে এলোভেরার সাথে তরল দুধঃ

  • এলোভেরা বিভিন্নভাবে আমরা মুখে লাগাতে পারি। দুধের সাথে এলোভেরা মিশ্রণ তৈরি করে মুখে লাগালে মুখের ব্রণের ব্যাকটেরিয়ার উপদ্রব কমাতে কাজ করে, আর দাগ কমাতে ও কাজ করে।
অ্যালোভেরার ব্যবহার

উপরে যে সকল পরামর্শ আপনাদের সাথে শেয়ার করলাম তা যদি নিয়মিত অনুসরণ করেন তাহলে ব্রণের দীর্ঘমেয়াদি দাগ চলে যাবার সাথে সাথে মুখে অনেক বেশি ফর্সা উজ্জ্বল দেখাতে পারবেন। ধন্যবাদ।

Leave a Comment