এলোভেরা দিয়ে একবার ফেসিয়াল করে দেখুন ত্বক হবে ফর্সা এবং কাঁচের মত চকচকে

এলোভেরায় বিদ্যমান অনন্য প্রাকৃতিক গুণাবলীর জন্যই বহুকাল ধরে রুপচর্চায় অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে। আমাদের ত্বককে অতিমাত্রায় ফর্সা করতে সুস্থ-সতেজ কোমল এবং আকর্ষনীয় রাখতে এলোভেরা অত্যন্ত কার্যকরী।

বর্তমান সময়ে ত্বককে অতিমাত্রায় ফর্সা এবং কাঁচের মত চকচকে করতে এলোভেরা ফেসিয়াল অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে পার্লারে গিয়ে অ্যালোভেরা ফেসিয়াল করা অনেকটা খরচ এবং সময় সাপেক্ষ ব্যাপার।

তাই সুপ্রিয় বন্ধুরা আমাদের এই আলোচনাটি সাজিয়েছি কিভাবে অতিমাত্রায় উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে ঘরে বসেই অ্যালোভেরা ফেসিয়াল করবেন তার বিস্তারিত বর্ননা নিয়ে।

তাহলে চলুন বন্ধুরা, দেখে নেয়া যাক এলোভেরার ফেসিয়াল করার পদ্ধতি।

ফর্সা এবং চকচকে ত্বকের জন্য এলোভেরা ফেসিয়াল করার পদ্ধতিঃ

ঘরে বসে এলোভেরা ফেসিয়াল করার জন্য আপনাকে প্রথমে ধারাবাহিক কিছু ধাপ অতিক্রম করতে হবে। নিম্নে ধাপসমূহ বিস্তারিত বর্ণ্না করা হলো।

প্রথম ধাপঃ

ঘরে বসে এলোভেরা ফেসিয়াল করার প্রথম ধাপটি হচ্ছে আপনার ক্লিনজিং বা ত্বক পরিস্কার করা। আপনি বিভিন্ন উপায় অবলম্বন করে প্রথম ধাপটি সম্পন্ন করতে পারেন।যেমনঃ

1…   আপনার ত্বকের জন্য উপযোগী যেকোন ক্লিনজার ক্রিম ব্যবহার করে ত্বক পরিষ্কার করে নিতে পারেন।

2… তৈলাক্ত ত্বকের জন্য লেবু স্লাইস করে কেটে নিয়ে তাতে আধা চা চামচ মধু লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে মুখ ধুয়ে নিয়ে ক্লিনজিং শেষ করে নিতে পারেন।

3…   প্রাকৃতিক ক্লিনজার হিসেবে টকদই অত্যন্ত কার্যকরী। তাই টক দই দিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন।

উপরে উল্লেখিত যেকোনো একটি উপায় অবলম্বন করে প্রথম ধাপটি সম্পন্ন করে নিন।

দ্বিতীয় ধাপঃ

অ্যালোভেরা ফেসিয়াল এর দ্বিতীয় ধাপটি হচ্ছে ত্বক ম্যাসাজ করা বা স্ক্রাব করা। ত্বক ম্যাসাজ এর জন্য আপনাকে প্রথমেই একটি মিশ্রণ তৈরী করে নিতে হবে।

উপকরণসমূহঃ

২ চামচ অ্যালোভেরার জেল

১ চামচ চিনি  

উপকরণসমূহ পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।

মিশ্রণটি সম্পূর্ণ মুখে স্ক্রাব করে লাগিয়ে নিন। ৫ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করুন।

তারপর কুসুম গরম জলে মুখ ধুয়ে নিন।

তৃতীয় ধাপঃ

ত্বককে অতিমাত্রায় ফর্সা এবং কাঁচের মত চকচকে করতে এলোভেরা ফেসিয়াল এর তৃতীয় ধাপ টি হচ্ছে মুখে পানির ভাপ নেয়া বা স্টিমিং।

একটি চওড়া পাত্রে ফুটন্ত গরম পানি নিন।

মাথার উপরে তোয়ালে ঘুরিয়ে পাত্রের দুপাশে তোয়ালে ঝুলিয়ে দিয়ে পাত্রের উপর ঝুঁকে পড়ুন।

যেন পাত্র থেকে ওঠা পানির ভাপ সরাসরি আপনার মুখে লাগে।

৫ থেকে ৭মিনিট এভাবে মুখে ভাপ লাগিয়ে নিন।

চতুর্থ ধাপঃ

এলোভেরা ফেসিয়াল এর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে ত্বকে ফেসপ্যাক এপ্লাই করা। প্রথমেই আপনাকে অ্যালোভেরা এবং কিছু প্রাকৃতিক উপাদান এর সাহায্যে একটি ফেসপ্যাক তৈরি করে নিতে হবে।

উপকরণ সমূহঃ

১ টেবিল-চামচ এলোভেরা জেল।

২ টেবিল-চামচ চন্দন পাউডার।

১ চা চামচ মধু।

পরিমান মত কাঁচা তরল দুধ।

উপকরণসমূহ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন এলোভেরার অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক।

ব্যবহার পদ্ধতিঃ

তৃতীয় ধাপ সম্পন্ন করার পর ফেইসপ্যাকটি মুখে লাগাতে হবে।

তুলা অথবা পরিষ্কার মুখে ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটি লাগিয়ে নিন।

২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।

অপেক্ষা করার সময় দু’টুকরো শসা স্লাইস করে কেটে নিয়ে চোখের উপর রেখে দিতে পারেন। অথবা গোলাপ জলে তুলা ভিজিয়ে চোখের উপর রেখে দিতে পারেন।

৩০ মিনিট পর কুসুম গরম জলে তুলা ভিজিয়ে মিশ্রণটি ঘষে ঘষে তুলে নিন।

সবশেষে ঠাণ্ডা পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।

পঞ্চম ধাপঃ

অ্যালোভেরা ফেসিয়াল এর পঞ্চম এবং শেষ ধাপ হচ্ছে আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নেয়া।

1… আপনার ত্বকের জন্য উপযোগী যেকোনো ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন।

2…  ১ চামচ এলোভেরার সাথে ১ চামচ মধু মিশিয়ে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন।

উপরে উল্লেখিত পাঁচটি ধাপ ধারাবাহিকভাবে অতিক্রম করলে ঘরে বসেই অতি সহজে আপনি এলোভেরা ফেসিয়াল করে নিতে পারবেন। আর ত্বককে করে তুলতে পারবেন উজ্জ্বল ফর্সা আকর্ষণীয় এবং কাঁচের মত চকচকে।