ত্বকের দাগ দূর করে ত্বক ফর্সা করার জন্য এলোভেরার ফেসপ্যাকটি ব্যবহার করুন

প্রকৃতির অপার দান প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা দিয়ে ত্বকের পরিচর্যা করলে ত্বক সুন্দর ও ফ্রেশ থাকে। আজকে আমি আপনাদের সাথে এলোভেরা জেল দিয়ে তৈরি অসাধারণ একটি ফেসপ্যাক শেয়ার করব।

এটি ত্বক হতে অতিরিক্ত ধুলো-ময়লাকে দূর করে দিয়ে ত্বকের কালচে ভাবকে দূর করে ত্বককে উজ্জ্বল ,ফর্সা এবং দাগহীন করে তুলবে। এলেভেরার এই ফেসপ্যাকটি কিভাবে তৈরি করতে হবে এবং এপ্লাই করতে হবে চলুন দেখে নিই।

এলোভেরার ফেসপ্যাকটি তৈরি ও ব্যবহারের পদ্ধতিঃ

প্রয়োজনীয় উপাদানঃ 

  • বেসন – 1 টেবিল চামচ
হোমমেড এলোভেরা জেল
  • অ্যালোভেরা জেল- 2 টেবিল চামচ
  • টকদই -1 চা চামচ
  • গোলাপ জল – 1 চা চামচ

এলোভেরার ফেসপ্যাকটি তৈরির ধাপঃ

  • বেসন, অ্যালোভেরা জেল, টকদই ও গোলাপজল একটি পরিষ্কার বাটিতে নিয়ে এদেরকে খুব ভালো করে মিক্স করতে হবে
ত্বক ফর্সা করতে এলোভেরার ফেসপ্যাক
  • সবগুলো উপাদান খুব ভালো করে মিশে পেস্ট তৈরি হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে এটি ত্বকের উপর এপ্লাই করতে হবে।
  • এটি এপ্লাই করার পর ত্বকের মধ্যে ২০ মিনিট রেখে দিন। 
  • ২০মিনিট পর ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। 
ত্বকের দাগ দূর করার উপায়

এলোভেরার ফেসপ্যাকটি কাজ করার কারণঃ 

আলোভেরা জেলঃ 

সবরকম উপকারিতার মধ্যে এলোভেরা সবচেয়ে বেশি উপকারী ত্বকের জন্য। এটি প্রায় সব রকমের সমস্যার সমাধান দিয়ে ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বকের চিকিৎসা করবে ।

ত্বকের যত্নে এলোভেরা জেল

এছাড়াও এলোভেরার মধ্যে স্যালিসাইলিক এসিড রয়েছে যা এন্টি-ব্যাক্টেরিয়াল প্রপার্টিসে ভরপুর। এটি ত্বক হতে ব্রন ও ব্রনের দাগকে খুব সহজে দ্রুত দূর করে ত্বককে দাগহীন করার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। 

বেসনঃ

আমাদের ত্বকের মধ্যে সারা দিনে জমে থাকা ধুলো ময়লাকে ত্বক হতে দূর করে ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলার জন্য বেসন ত্বকের মধ্যে অসাধারণ কাজ করে থাকে।

টকদইঃ

এই প্যাকটিতে আমি টকদই ব্যবহার করেছি। টকদইয়ে ল্যাকটিক এসিড আছে , এটি ত্বক হতে কালোদাগ, বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে।

ত্বক ফর্সা করার উপায়

আর দইয়ে রাইবো ফ্লেবিন নামক একটি element আছে যেটি ত্বকে নতুন কোষের গ্রোথ বাড়িয়ে দেয় যার ফলে ত্বক ইয়াং ও গ্লোয়ি হয়ে ওঠে ।

নোটঃ

১। এলোভেরা জেল তৈরি করার জন্য একটি এলোভেরা পাতা নিয়ে এর দুপাশ কেটে চামড়া তুলে নিয়ে ভিতরে নরম জেল বের করে একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে এলোভেরা জেল তৈরি করে নিব।

ত্বক ফর্সা করার উপায়
Aloe Vera Gel

আপনাদের কাছে আগে থেকে তৈরি এলোভেরা জেল না থাকলে আপনারা তাৎক্ষণিক এইভাবে এলোভেরা জেল  তৈরি করে ব্যবহার করতে পারবেন।

২। ত্বককে উজ্জ্বল ,ফর্সা , দীপ্তময় এবং দাগহীন করার জন্য এই ফেসপ্যাকটিকে সপ্তাহে তিন বার ব্যবহার করুন।

৩। আপনারা যদি টকদই বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাহলে এটি আপনাদের ত্বকের জন্য খুব ভাল হবে।  

কালো দাগ দূর করার উপায়

এলোভেরার এই প্যাকটি এপ্লাই করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক আগের চেয়ে অনেক ফর্সা এবং দিপ্তময় হয়ে গেছে। ঘরে বসেই ত্বককে উজ্জ্বল, ফর্সা এবং দাগহীন করার জন্য এই প্যাকটিকে এপ্লাই করুন। 

Leave a Comment