মাত্র ১ বার এলোভেরার তেল ব্যবহার করলেই ছোট চুল আকাশ সমান লম্বা হয়ে যাবে

চুল লম্বা করার উপায়

আমাদের সাজসজ্জা সৌন্দর্য সবকিছুর প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের চুল। নামিদামি সেলুন থেকে শুরু করে  সম্পূর্ণ ঘরোয়াভাবে আমরা চুলের যত্ন নিতে একটু  পিছপা হইনা।  কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন পাতলা চুল ঘন করতে এবং চুলের সজীবতা বজায় রাখতে এলোভেরা অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। 

হাজার বছর ধরে চুলের যত্নে এলোভেরা জেল ব্যবহার হয়ে আসছে। তাহলে পাতলা চুল নিয়ে আর দুশ্চিন্তা নয় পাতলা চুল ঘন হবে অ্যালোভেরার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হেয়ার প্যাক এর সাহায্যে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক পাতলা চুল ঘন করতে অ্যালোভেরার অত্যন্ত কার্যকরী কিছু হেয়ার প্যাক।

 অ্যালোভেরা কিঃ

 অ্যালোভেরা যার অন্য নাম হচ্ছে ঘৃতকুমারী।। সবুজপাতা সমৃদ্ধ একটি ভেষজ উদ্ভিদ। যার রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুনাগুন। হাজার হাজার বছর ধরে ত্বক ও চুলের জন্য এবং অভ্যন্তরীণ স্বাস্থ্যের জন্য এলোভেরা ব্যবহার হয়ে আসছে।। চুলের যত্নে অ্যালোভেরা হেয়ারপ্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করে।

পাতলা চুল ঘন করতে অ্যালোভেরার কার্যকরী কিছু হেয়ার প্যাক

অ্যালোভেরা এবং মধুর হেয়ার প্যাকঃ

 এক কাপ অ্যালোভেরার জেল নিয়ে দুই চা চামচ মধুর সাথে মিশিয়ে  খুব সহজেই এলোভেরার হেয়ার প্যাক তৈরি করে নিন। চুল ঘন করার সাথে সাথে এটি আপনার চুলের গোড়ায় শক্তি যোগাবে এবং চুলের আগা ফাটা রোধ করবে।

 অ্যালোভেরা এবং পেঁয়াজের হেয়ার প্যাকঃ

চুল পড়া কমাতে এবং চুলের ঘনত্ব বৃদ্ধিতে । অ্যালোভেরার এই হেয়ারপ্যাক টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁয়াজের রস চুল পড়া কমাতে খুবই কার্যকরী।

 এককাপ পেঁয়াজের রসের সাথে দুই চা-চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েই তৈরি করে নিতে পারে এলোভেরার এই কার্যকরী হেয়ার প্যাক টি।

 মেথি আর এলোভেরা হেয়ার প্যাকঃ

 খুশকি হেয়ার ফল মশ্চারাইজিং সহ প্রায় সব ধরনের চুলের সমস্যার জন্যই এই হেয়ারপ্যাক টি  অত্যন্ত কার্যকরী।

 2 চা চামচ অ্যালোভেরার জেল এবং  ২ চা চামচ মেথির গুড়া  নিয়ে তৈরি করে নিতে পারেন এলোভেরার এই অসাধারণ হেয়ার প্যাক। যেতে চুল পড়া রোধ করবে এবং নতুন চুল গজিয়ে চুলের ঘনত্ব বৃদ্ধি করবে।

 অ্যালোভেরা ডিম আর অলিভ অয়েলের হেয়ার প্যাকঃ

 এক কাপ অ্যালোভেরা জেল এর সাথে একটি ডিমের কুসুম এবং 4 চা চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিতে পারেন এলোভেরার হেয়ার প্যাক টি।

 অ্যালোভেরা এবং নারকেলের দুধের হেয়ার প্যাকঃ

 পাতলা চুল ঘন করতে এবং চুল পড়া রোধে হেয়ার প্যাক টি অত্যন্ত কার্যকরী। এক কাপ অ্যালোভেরার জেল 4 চা চামচ নারকেলের দুধ এবং এক চা চামচ নারিকেল তেল মিশিয়ে তৈরি করে নিতে পারেন কার্যকরী এলোভেরা হেয়ার প্যাক টি।

অ্যালোভেরা এবং ভিটামিন ই তেল এর হেয়ার প্যাকঃ

 এক কাপ এলোভেরা জেল তাতে দু চা-চামচ ভিটামিন-ই তেল ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন গুরুত্বপূর্ণ অ্যালোভেরা হেয়ার প্যাক টি। বিদ্যমান ভিটামিন ই তেল চুলের গভীরে শক্তি যোগায় এবং সব ধরনের ডেমেজ থেকে দূরে রাখে।

★অ্যালোভেরা হেয়ার প্যাক গুলো যেভাবে ব্যবহার করলে প্রত্যাশানুযায়ী ফলাফল পাবেনঃ

 আপনার উপাদানগুলো  অপরিশোধিত অর্থাৎ খাটি কিনা সে বিষয়ে নিশ্চিত হন।

 এলোভেরা হেয়ার প্যাক গুলো ভালোভাবে মিশ্রিত করে আপনার মাথার ত্বকে সম্পুর্ন জায়গা জুড়ে দিয়ে দিন।

 শুকানোর জন্য  40 মিনিট  থেকে এক ঘন্টা পরিমাণ সময় দিন।

 ভালোভাবে শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে বুঝে নিন।

 চুল বেশিক্ষণ ভেজা রাখবেন না যত দ্রুত সম্ভব ভালোভাবে শুকিয়ে নিন।

 মাথায় এলোভেরা হেয়ার প্যাক গুলো ব্যবহার করে ধুলোবালি ময়লাযুক্ত স্থানে যাবেন না।

ভালো ফলাফল পেতে সপ্তাহে তিন থেকে চারবার হেয়ার প্যাক গুলো ব্যবহার করুন।

 বিশেষ দ্রষ্টব্যঃ

 অ্যালোভেরার জেল কারো কারো ত্বকের জন্য এলার্জিক।  তাই ব্যবহারের পর যদি বুঝতে পারেন আপনার ত্বক প্রতিক্রিয়া করছে তাহলে এলোভেরা হেয়ার প্যাক গুলো ব্যবহার বন্ধ করুন।

★★ পাতলা চুল ঘন করতে অ্যালোভেরা হেয়ার প্যাক গুলোর উপকারিতাঃ

  অ্যালোভেরার জেলে বিদ্যমান উপাদান চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এর ফলে চুলের ঘনত্ব বেড়ে যায়।

 এলোভেরা  হেয়ার প্যাক এ বিদ্যমান পেঁয়াজের রস আপনার চুল পড়া কমিয়ে চুলের ঘনত্ব বৃদ্ধি করে।

 অ্যালোভেরার হেয়ার প্যাক গুলো আপনার চুলের গোড়ায় শক্তি যোগায় এবং চুলকে করে তোলে ভেতর থেকে শক্ত।

 নারিকেলের দুধ আপনার চুলে ভেতর থেকে পুষ্টির যোগান দেয় এবং চুলকে নারিশ করে তুলতে সাহায্য করে।

 এলোভেরা হেয়ার প্যাক গুলোতে বিদ্যমান অ্যান্টি অক্সিডেন্ট আপনার চুলকে সব ধরনের ডেমেজ  থেকে দূরে রাখে।

পাতলা চুল ঘন করতে  চুলপড়া রোধ করতে আমাদের তৈরি অ্যালোভেরার হেয়ার প্যাক গুলো ব্যবহার করুন এবং সুন্দর, সতেজ, সজীব, আকর্ষণীয় এবং ঘন চুলের  অধিকারী হন।

 ধন্যবাদ