আজকে এমন একটা দুর্দান্ত স্কিন হোয়াইটেনিং রেমেড়ি শেয়ার করব যেটা ব্যবহার করলে স্কিনকে ঝকঝকে ফর্সা ও উজ্জ্বল করতে পারবেন ।
আর এটা কিছু দিন ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে দাগহীন । এছাড়াও এই ফেসপ্যাক ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপকে সরিয়ে দিয়ে ত্বক হয়ে উঠবে টানটান ও গ্লোয়িং ।
চলুন প্যাকটি বানিয়ে নিই ………
প্রয়োজনিয় উপাদানঃ
১ টি আলু
১ চামচ মধু ও
১ চামচ টকদই
তৈরির ও ব্যবহার এর নিয়মঃ
১টি মাঝারি সাইজের আলু নিয়ে এর খোসা ছাড়িয়ে নিন ।
খোসা ছাড়িয়ে নেয়ার পর এটিকে কেটে কুঁচি কুঁচি করে নিন ।
কেটে নেওয়ার পর একটি ব্লেন্ডারের সাহায্য ব্লেন্ড করে নিন।
ব্লেন্ড করে নেওয়ার পর একটি বাটির মধ্যে সব উপাদান দিয়ে মিশিয়ে নিন ।
মিশিয়ে নেওয়ার পর পেষ্টটি তৈরি হয়ে এলে এই প্যাকটি স্নানের আগে ১টি ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করুন ।
এপ্লাই করার পর ১০ মিনিট অপেক্ষা করুন।
১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন ।
এরপর টিস্যু বা টাওয়াল দিয়ে মুখ মুছে নিন ।
নোটঃ
১। ভাল ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে ২ দিন করে ব্যবহার করুন ।
২। প্যাক লাগিয়ে ১০ মিনিট কথা বলবে না।
৩। প্যাকটি সারা শরীরে ব্যবহার করতে পারবেন।