হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা ফিরাতে আলুর ফেসপ্যাক

0
979
মুখের ত্বক উজ্জল করতে আলুর উপকারিতা

খাবারে অত্যন্ত সুস্বাদু তরকারি হিসেবে এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের জন্য আলু আমাদের সবার কাছেই অনেক বেশি জনপ্রিয়। কিন্তু আলুতে বিদ্যমান অন্যান্য প্রাকৃতিক গুণ যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা আমাদের অনেকেরই অজানা।

অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা আলুতে বিদ্যমান বিভিন্ন উপাদান আমাদের বাহ্যিক ত্বককে সুন্দর, উজ্জ্বল, মসৃণ ও লাবণ্যময় করতে এবং ত্বকের হারানো উজ্জ্বলতা দ্রুত সময়ে ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকরী।

চলুন দেখে নিই ত্বকের উজ্জ্বলতা ফিরিয়া আনতে আলুর ব্যবহার

চালের গুড়ার এবং আলুর ফেসপ্যাকঃ

উপকরন সমুহঃ

  • ৩ টেবিল চামচ আলুর রস।
  • ২ চা চামচ চালের গুঁড়া।
  • আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।
  • পরিমান মত কাঁচা তরল দুধ।

ফেসপ্যাকটি তৈরীর প্রক্রিয়াঃ

  • প্রথমে দুটি মাঝারি সাইজের আলু ভালোভাবে ধুয়ে চামড়া তুলে নিন।
  • এরপর আলু দুটি মিহি করে কেটে নিন বা পিষে পেস্ট তৈরি করে নিন।
  • এবার একটি পরিষ্কার পাতলা কাপড়ে আলুর পেস্ট নিয়ে ভালোভাবে চেপে আলুর রস বের করে নিন।
  • এবার একটি পরিষ্কার পাত্রে আলুর রস, চালের গুড়া সহ অন্যান্য উপাদান পরিমাণমতো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন।

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ফেসপ্যাক ব্যবহারের প্রক্রিয়াঃ

  • মুখ প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।
  • তোলা অথবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটি ঘষে ঘষে মুখের ওপর লাগিয়ে নিন।
  • 5 থেকে 7 মিনিট আলতোভাবে ঘষে ঘষে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করুন।
  • 20 থেকে 25 মিনিট শুকানোর জন্য সময় দিন।
  • সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জলে তোলা ভিজিয়ে মিশ্রণটি ঘষে ঘষে তুলে নি।
  • এবং সবশেষে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।
ডায়মন্ড ফেসিয়াল এর উপকারিতা

ত্বকের উজ্জ্বলতা ফিরানোর সাথে সাথে ফেসপ্যাকরটি আরো উপকারিতাঃ

  • ত্বককে কোমল ও মসৃণ করে তোলে।
  • ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করে।
  • ত্বকের মৃত লোমকূপ সমূহ দূর করে।
  • ত্বকে কোষে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
  • ত্বকের ডার্ক সার্কেল দূর করে।
  • ত্বককে অতিমাত্রায় উজ্জ্বল, ফর্সা ও আকর্ষণীয় করে তোলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here