ব্রণ আমাদের ত্বকের সৌন্দর্যের অন্তরায়।ত্বক থেকে ব্রণ চলে গেলেও ব্রণের জেদি দাগ আমাদের ত্বকে থেকে যায়।ব্রণ আমাদের চেহারার স্বাভাবিক সৌন্দর্য সম্পূর্ন বিকৃত করে দেয়।
এসব পুরাতন ব্রণের দাগ দূর করতে আমরা অনেক সময়ই কেমিক্যালযুক্ত প্রসাধনীর আশ্রয় নেই। কিন্তু বাজারে কোনটা আসল এবং কোনটা নকল প্রসাধনী তার প্রভেদ বুঝতে না পারায় অনেকেই নিজেদের ত্বকের ক্ষতি করে বসছি।
তাই ব্রণ, পুরাতন ব্রণের দাগ, এবং মুখের কালো দাগ দূর করতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি অ্যালোভেরা ফেসপ্যাক আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী।
ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে কিছু অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপাদান এবং অ্যালোভেরার এর সাহায্যে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করলে তিন দিনে ব্রণের দাগ দূর হবে।
ত্বকের ব্রণ দূর করতে মুলতানি মাটি এবং এলোভেরার সেরা ফেসপ্যাকঃ
এলোভেরার ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
2 চা চামচ অ্যালোভেরার জেল
2 চামচ মুলতানি মাটি
তিন থেকে চার ফোঁটা লেবুর রস
আধা কাপ গোলাপজল
এলোভেরার ফেসপ্যাক প্রস্তুত প্রনালিঃ
2 চা চামচ অ্যালোভেরার জেল ,2 চামচ মুলতানি মাটি, তিন থেকে চার ফোঁটা লেবুর রস এবং আধা কাপ গোলাপজল একটি পরিষ্কার পাত্রে নিন।
তারপর ভালোভাবে মিশিয়ে এলোভেরার ফেসপ্যাকটি তৈরি করে নিন ।
এরপর তুলা অথবা হাতের সাহায্যে অ্যালোভেরার ফেসপ্যাকটি সম্পূর্ণ মুখে ভালভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
ফেসপ্যাকটি শুকানোর জন্য 20 থেকে 25 মিনিট সময় দিন।
মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
ফেসপ্যাকটি যে সব উপকারিতা দিবেঃ
মিশ্রণটিতে বিদ্যমান অ্যালোভেরার জেল এবং মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেবে।
ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।
এই ফেসপ্যাকটি ব্যবহারের ফলে ব্রণ সম্পূর্ণরূপে দ্রুত সময়ে দূর হবে।
লেবুর রস ত্বকে বিভিন্ন ধরনের দাগ এবং ব্রণেরদাগ সম্পূর্ণরূপে দূর করবে।
এই ফেসপ্যাক ব্যবহারের ফলে ত্বক উজ্জ্বল ফর্সা এবং আকর্ষণীয় হয়ে উঠবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
ব্রণের জেদি দাগ দূর করার জন্য অনেকেই অসংখ্য উপায় অবলম্বন করেছেন।কিন্তু কোনরূপ সুফল পাননি।তাই আপনাদের দাগহীন ত্বকের জন্য আমাদের এই অ্যালোভেরার ফেসমাস্ক তৈরি করা। যা ব্রণের দাগ দূর করতে অত্যন্ত কার্যকর।