আজকে আমি আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করার জন্য চালের গুড়া ও হলুদ গুড়া দিয়ে বানানো খুব সহজ একটি ফেসপ্যাক দেখাবো । যার ব্যবহারে আপনাদের ত্বক ফর্সা হবে এবং ত্বকে যদি ব্রণ ও হালকা দাগছোপ থাকে তাহলে সেটিও খুব সহজেই দূর হয়ে যাবে। ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বক পেতে চান তাহলে এই রেমিডিটিকে একবার হলেও ব্যবহার করুণ।

চালের গুড়া ও হলুদ গুড়ার ফেসপ্যাকটি তৈরি করার নিয়মঃ
ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
- ১ চামচ – চালের গুড়া
- ১/২ চামচ – হলুদ গুড়া
- ১ চামচ – বেসন
- প্রয়োজনমত – গোলাপজল

ফেসপ্যাকটি কিভাবে তৈরী ও ব্যবহার করবেনঃ
তৈরীর ধাপঃ
- সবার প্রথমে একটি পরিষ্কার বাটি নিন ।
- এবার এর মধ্যে চালের গুড়া নিয়ে নিন।
- তারপর হলুদ গুড়া নিন।
- তারপর বেসন নিয়ে নিন।
- সবার শেষে প্রয়োজনমত গোলাপজল এড করে এদেরকে একসাথে ভাল করে মিশিয়ে নিন ।

এই ফেসপ্যাকটি ব্যবহার করার নিয়মাবলীঃ
- ফেসপ্যাকটি তৈরি হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে চেহারায় ভাল করে apply করে নিন ।

- ফেসপ্যাকটি মুখে apply করে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুণ।

- ফেসপ্যাকটি শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।
- ত্বক পরিস্কার জল দিয়ে নেওয়ার পর টিস্যু বা নরম কাপড় দিয়ে মুখ ভালো করে মুছে নিন ।
ফেসপ্যাকটি কিভাবে কাজ করবেঃ
- এই ফেসপ্যাকটি ত্বক হতে ডেড স্কিন সেল, ডার্ক সার্কেল ও রিংকেলস্কে দূর করে দিয়ে ত্বকে প্রাকৃতিকভাবে ফেয়ারনেস ও গ্লো নিয়ে আসবে।
- এই ফেসপ্যাকটি ফ্রিরেডিকেলসের বিরোদ্ধে ফাইট করে স্কিনে বয়সের ছাপ আসতে দিবে না, যার কারণে স্কিন সবসময় তরুণ থাকবে ।

- এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে।
- দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে খুব দ্রুত ফর্সা করার জন্য এটি দূর্দান্ত কার্যকর একটি ফেসপ্যাক।
নোট
- এই ফেসপ্যাকটি মুখের সাথে সাথে আপনার সারা শরীরে এপ্লাই করতে পারবেন ।
- সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারবেন।